ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের ক্ষুদ্রতম যন্ত্র আবিষ্কারক তিন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয়

প্রকাশিত: ০৫:৫৫, ৬ অক্টোবর ২০১৬

বিশ্বের ক্ষুদ্রতম যন্ত্র আবিষ্কারক তিন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের জ্যঁ পিয়েরে সভাজ, ব্রিটেনে জন্মগ্রহণকারী জে ফ্রেজার স্টোডার্ট এবং নেদারল্যান্ডসের বার্নার্ড ফেরিঙ্গা এবার রসায়নে নোবেল পেয়েছেন। মলিকিউলার মেশিন বা ন্যানো মেশিন উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করেছে। খবর সায়েন্স ডেইলি ও নিউজিল্যান্ড মর্নিং হেরাল্ডের। মলিকিউলার মেশিন এবারের রসায়নে নোবেল জয় করল। মেশিনগুলো আসলে বিশেষভাবে বিন্যস্ত করা অণু। যা মানুষের চুলের চেয়ে হাজারগুণ সরু। অতিশয় ক্ষুদ্র এ যন্ত্র শক্তি সংযোজনের মাধ্যমে কাজ করতে পারে। মাইক্রোস্কপিক সেন্সর ও শক্তি সংরক্ষিত রাখার মতো নতুন ক্ষুদ্র যন্ত্র উন্নয়নের কাজে এই মেশিন কাজে লাগতে পারে বলে একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে। ওই ডিভাইসগুলো এতই ছোট যে খালি চোখে সেগুলো নিয়ে গবেষণা চালানো সম্ভব নয়। নতুন যন্ত্রগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এতে আরও বলা হয়েছে, তাদের গবেষণা রসায়ন শাস্ত্রকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিষয়টি নোবেল বিজয়ীদের কয়েক দশকের সাধনার ফসল। জ্যঁ পিয়েরে সভাজ, ফ্রেজার স্টোডার্ট এবং বার্নার্ড ফেরিঙ্গা প্রত্যেকে যৌথভাবে পাবেন ৯ লাখ ৩০ হাজার ডলার (৮০ লাখ সুইডিশ ক্রানার)। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।
×