ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যত্র সাত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:৫১, ৬ অক্টোবর ২০১৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ বুধবার সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এর মধ্যে বগুড়ায় দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ছয়জন, টাঙ্গাইলে ট্রাক উল্টে চারজন এবং সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে নিহত হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় বুধবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। পুুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাওয়া খালেক পরিবহনের অপর একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ মহিলা যাত্রী এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। আহত হয় ১৫ জন। দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন আহত ও নিহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে বেশকিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত কোচ ২টি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে মা ও মেয়ে রয়েছে। নিহতরা হলো- বগুড়ার গাবতলী উপজেলার জোলেখা বেগম (৫৫) ও তার মেয়ে ডলি বেগম (২৫), গাইবান্ধার প্রিয়বালা (৫৫), দিনাজপুরের লিলা আকতার (২৫) এবং ঢাকার মোহাম্মদপুরের মনোয়ারা বেগম (৬৫)। তবে অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। টাঙ্গাইল ॥ বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, নারায়ণগঞ্জ থেকে বগুড়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক সকাল ৬টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে এসে পৌঁছায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চার আরোহী নিহত হয়। নিহতরা হলো- পাবনা বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের আসাদুর ইসলামের ছেলে সুজন মিয়া (৩৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর চালুন্দা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আফসার উদ্দিন খান (৬০) ও একই উপজেলার মোঘল গ্রামের আব্দুল বারিকের ছেলে আমিনুর রহমান (৩৫)। পুলিশ জানায়, দুর্ঘটনায় হতাহতরা সবাই শ্রমজীবী মানুষ। কম ভাড়ায় গন্তব্যে যাওয়ার জন্য সিমেন্টবাহী ট্রাকে আরোহী হয়েছিলেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ ॥ বুধবার সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকায় সড়ক দুর্ঘটনায় আলহাজ উদ্দিন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, একটি দ্রুতগামী বাস ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই আলহাজ নিহত হয়। তার বাড়ি জেলার কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামে। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ইউটার্ন এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় আমির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। নিহত আমির হোসেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার চৌশারচর এলাকার মৃত আয়নাল ফকিরের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকায় ভাড়া থাকত। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, আমির হোসেন রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কাঁচপুরগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৩৯৬৭) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মৌলভীবাজার ॥ সদর উপজেলার কনকপুর এলাকায় বাসের ধাক্কায় নান্টু চন্দ্র শীল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, সকালে কনকপুর এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস পথচারী নান্টুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
×