ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলো আইফোনের প্রতিদ্বন্দ্বী

প্রকাশিত: ০৫:৪৪, ৬ অক্টোবর ২০১৬

এলো আইফোনের প্রতিদ্বন্দ্বী

টেক জায়ান্ট গুগল ও এ্যাপলের মধ্যে দীর্ঘদিন ছায়া যুদ্ধ চলার পর শেষ হাসি হাসল গুগলই। গুগল এবার বাজারে এনেছে পিক্সেল নামের স্মার্টফোন। এ্যাপলের আইফোনই বর্তমানে সেরা স্মার্টফোন হিসেবে স্বীকৃত। কিন্তু গুগলের নতুন স্মার্টফোন গুণে ও মানে এতটাই উন্নত যে একে আইফোনের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। গুগল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে পিক্সেল লঞ্চ করেছে। স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েড ব্যবহারের সত্ব নিয়ে গুগলের সঙ্গে এ্যাপলের দীর্ঘ আইনী লড়াই চলেছে। কারণ, অ্যান্ড্রয়েডের ডেভেলপার ছিল গুগল। এ্যাপলসহ অনেক কোম্পানির তৈরি স্মার্টফোনে এটি ব্যবহৃত হয়। বলা যায় মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে সবচেয়ে জনপ্রিয় ওএস হচ্ছে এ্যান্ড্রয়েড। কিন্তু গুগলের এই ফোনটিতে এ্যান্ড্রয়েডের এমন ভার্সন ব্যবহার করা হয়েছে যা প্রচলিত এ্যান্ড্রয়েড ফোনগুলোর চেয়ে ভিন্ন ধরনের। এ কারণে একে আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা যায়। শীঘ্রই এটি যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে পাওয়া যাবে।
×