ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ার বাজারে আসছে ডেল্টা হসপিটাল, রোডশো আজ

প্রকাশিত: ০৫:১১, ৬ অক্টোবর ২০১৬

শেয়ার বাজারে আসছে ডেল্টা হসপিটাল, রোডশো আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসছে সেবা ও আবাসন খাতের কোম্পানি ডেল্টা হসপিটাল লিমিটেড। এরই অংশ হিসেবে এক রোডশোর আয়োজন করা হয়েছে। রাজধানীর উত্তরায় রিজেন্সি হোটেল এ্যান্ড রিজোর্ট হোটেলের সেলিব্রেশন হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ রোডশো অনুষ্ঠিত হবে। রোডশোতে মার্চেন্ট ব্যাংকার্স এ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন এ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করতে পারবে। ডেল্টা হসপিটাল শেয়ারবাজার থেকে প্রিমিয়ামসহ মোট ৫০ কোটি টাকা উত্তোলন করতে আগ্রহী। উত্তোলন করা ওই টাকার মধ্যে ৩১ কোটি ৯ লাখ টাকা দিয়ে যন্ত্রাংশ কিনা হবে। আর ১৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধ এবং বাকি ২ কোটি ২৫ লাখ টাকা আইপিও বাবদ খরচ করা হবে। জুন ক্লোজিং কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে প্রতিটি শেয়ারে (ইপিএস) ১.৮৮ টাকা আয় করেছে। আর ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা। এ বিষয়ে ডেল্টা হসপিটাল লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ বাকবুল ইসলাম বলেন, ডেল্টা হসপিটালে আধুনিক চিকিৎসা প্রদান এবং ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা শেয়ারবাজারে আসতে আগ্রহী। এখান থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে যন্ত্রাংশ ক্রয় ও ব্যাংক ঋণ পরিশোধ করা হবে। এ লক্ষ্যে কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতি বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কোম্পানিটির রোডশো অনুষ্ঠিত হবে।
×