ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেট্রো-বরিশাল ও ঢাকা-খুলনা ড্র, সোহরাওয়ার্দীর ৭ উইকেট

জাতীয় ক্রিকেট লীগে রংপুরের জয়

প্রকাশিত: ০৫:১০, ৬ অক্টোবর ২০১৬

জাতীয় ক্রিকেট লীগে রংপুরের জয়

প্রথম স্তর ॥ ১৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) লঙ্গার ভার্সনের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। মঙ্গলবার তৃতীয় দিনেই জিতেছিল রাজশাহী বিভাগ। বুধবার চতুর্থ দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের বিরুদ্ধে ৫৬ রানের জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ। ক্যারিয়ারসেরা বোলিং করে মাত্র ৪৫ রানে ৭ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ। আর প্রথম স্তরে, বৃষ্টির কারণে শেষদিনেও খেলা না হওয়াতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ড্র হয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিন দুর্দান্ত ব্যাটিং করে পরাজয় এড়িয়ে বরিশাল বিভাগের সঙ্গে ড্র করেছে ঢাকা মেট্রোপলিস। প্রথম স্তর ॥ সাদমান, মার্শাল ও আসিফের অর্ধশতক- প্রথম দিন কিছুটা খেলা হয়েছিল ঢাকা-খুলনার। ১ উইকেটে ১৭২ রান তুলেছিল খুলনা। টানা তিনদিন আর খেলাই হয়নি। ফলে ম্যাচটি ড্র হয়েছে। তবে খুলনায় ফলোঅনে পড়া মেট্রো দারুণ ব্যাটিং করে শেষদিনে ৭ উইকেটে ৩৫৩ রান তোলে দ্বিতীয় ইনিংসে। ১ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলতে নেমে তারা সাদমান ইসলাম, আসিফ আহমেদ ও মার্শাল আইয়ুবের তিনটি অর্ধশতকে পরাজয় এড়াতে সক্ষম হয়। এ ইনিংসেও ব্যর্থ হয়ে মোহাম্মদ আশরাফুল ২ রান করে সাজঘরে ফেরেন। ম্যাচে ১৪২ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সোহাগ গাজী। দ্বিতীয় স্তর ॥ সোহরাওয়ার্দীর ৭ উইকেট- ক্যারিয়ারসেরা বোলিং দেখালেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার সোহরাওয়ার্দী শুভ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এ স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে সিলেট মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায়। ফলে ৫৬ রানের জয় পায় রংপুর। আগের দিনই ৬ উইকেট নিয়েছিলেন সোহরাওয়ার্দী, ৭ উইকেটে ৭৯ রান নিয়ে নেমে সিলেট আর ১৮ রান করেন।
×