ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা তিন সেঞ্চুরিতে গ্রেটদের পাশে বাবর আজম

প্রকাশিত: ০৫:০৮, ৬ অক্টোবর ২০১৬

টানা তিন সেঞ্চুরিতে গ্রেটদের পাশে বাবর আজম

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে জহির আব্বাস-সাঈদ আনোয়ারের মতো গ্রেটদের পাশে নাম লিখিয়েছেন বাবর আজম। বুধবার আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৭ রানের (১০৬ বল; ৮ চার, ১ ছক্কা) দুরন্ত ইনিংস উপহার দেন প্রতিভাবান এই ডানহাতি ব্যাটসম্যান। সঙ্গে আজহার আলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৮ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। বাবর এর আগে শারজায় প্রথম দুই ওয়ানডেতে ১২০ ও ১২৩ রান করেন! সত্যি পাকিস্তানের মতোই ‘আনপ্রেডিক্টেবল’ দেশটির ক্রিকেটাররা। টি২০তে ‘হোয়াইটওয়াশ’ করার পর এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে তারা। পাকিস্তানের হয়ে এর আগে টানা তিন ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি ছিল গ্রেট জহির আব্বাস ও সাঈদ আনোয়ারের। ১৯৮২ সালে মুলতান, লাহোর ও করাচিতে চিরশত্রু ভারতের বিপক্ষে ১১৮, ১০৫ ও ১১৩ রানের ইনিংস খেলেছিলেন জহির। শারজায় আনোয়ার ‘ব্যাক টু ব্যাক’ ১০৭, ১৩১ ও ১১১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন ১৯৯৩ সালে। ২১ বছর বয়সী তরুণ বাবর একটা দিক দিয়ে পূর্বসূরিদেরও ছাড়িয়ে গেছেন। ক্যারিয়ারের মাত্র ১৮তম ওয়ানডেতে কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়েছেন। সর্বোপরি এ তালিকায় রেকর্ডটা অবশ্য কুমার সাঙ্গাকারার দখলে। গত বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লঙ্কান সুপার হিরো। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৫*, ১১৭*, ১০৪ ও ১২৪ রান! বুধবার ফর্মে ফেরা সেঞ্চুরি হাঁকিয়েও তাই বাবরের কীর্তিতে ম্লান অধিনায়ক আজহার (১০৯ বলে ১০১)। টানা তিন ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি আছে আরও চার ব্যাটসম্যানের, যেখানে তিনজনই দক্ষিণ আফ্রিকান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টানা দুই সেঞ্চুরি তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস ও মাহমুদুল্লাহ রিয়াদের। মাহমুদুল্লাহর কীর্তিটা আবার গত বিশ্বকাপে।
×