ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইতালি-স্পেন

প্রকাশিত: ০৫:০৭, ৬ অক্টোবর ২০১৬

তুরিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইতালি-স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের ডামাডোল। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো মাঠে নামার অপেক্ষায়। সেপ্টেম্বরে শুরু হয়েছে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব। প্রথম পর্বের ম্যাচের পর এবার দ্বিতীয় পর্বের ম্যাচ শুরু হচ্ছে। আজ রাতেই হাইভোল্টেজ ম্যাচ দেখতে পাবে ফুটবলবিশ্ব। ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হচ্ছে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটি ঘিরে সৃষ্টি হয়েছে উত্তাপ। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামছে দেশ দু’টি। গ্রুপের আরেক ম্যাচে লড়বে লিচেনস্টেইন ও আলবেনিয়া। আজ রাতে ইউরোপীয় অঞ্চলের অন্যান্য ম্যাচে মুখোমুখি হচ্ছে আইসল্যান্ড-ফিনল্যান্ড, আয়ারল্যান্ড-জর্জিয়া, মেসিডোনিয়া-ইসরাইল, মলদোভা-সার্বিয়া, তুরস্ক-ইউক্রেন, অস্ট্রিয়া-ওয়ালশ ও কসোভো-ক্রোয়েশিয়া। অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাঠে নামছে প্রতিদ্বন্দ্বীতাকারী ১০টি দলই। একে অপরের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর-চিলি, উরুগুয়ে-ভেনিজুুয়েলা, প্যারাগুয়ে-কলম্বিয়া ও ব্রাজিল-বলিভিয়া, পেরু-আর্জেন্টিনা। বলিভিয়ার বিরুদ্ধে ব্রাজিলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে। আর পেরুর সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে। নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে স্পেন ও ইতালি। আজ্জুরিরা ৩-১ গোলে ইসরাইলকে হারালেও স্প্যানিশরা দুই হালি গোল দেয় লিচেনস্টেইনের জালে। সঙ্গত কারণেই ফুরফুরে মেজাজে মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি। তবে একে অপরকে সমীহ করেই মাঠে নামছে দল দু’টি। দু’দল সবশেষ মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপে। ২৭ জুনে হওয়া ওই ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়েছিল ইতালি। তার আগে ২৫ মার্চ দু’দলের প্রীতিম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয়ের পাল্লা ভারি স্পেনেরই। তারা জিতেছে ২টি ম্যাচ। একটি জিতেছে ইতালি। বাকি দু’টি ম্যাচ ড্র হয়। তবে সবশেষ দুই ম্যাচে ইতালিকে হারাতে পারেনি স্পেন। ইউরোরর মতো আজকের ম্যাচেও জিততে চান ইতালির ডিফেন্ডার লিওনার্ডো বনুচ্চি। তিনি বলেন, প্যারিসের ওই ম্যাচের স্মৃতি রোমন্থন করতে গেলে উদ্বেলিত হয়ে পড়ি। কারণ স্পেন বিশ্বসেরা একটি দল, খাঁদের কিনারায় দাঁড়িয়ে তাদেরকে হারিয়েছি আমরা। যদিও সেই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ সেরা অবস্থায় ছিল না। বুনচ্চি আরও বলেন, ইউরোতে যে স্পেন দলকে মোকাবেলা করেছিলাম, তার চেয়ে ভিন্ন একটি দলকে এবার মোকাবেলা করতে হবে। এই দলটি মানসিকতায় সম্পূর্ণ ভিন্ন। নতুন কোচের অধীনে তাদের বাড়তি অনুপ্রেরণাও রয়েছে। তাছাড়া তাদের শারীরিক অবস্থাও এখন ভিন্ন। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবশেষ ম্যাচে ব্রাজিলের হয়ে রেকর্ড গড়েন নেইমার। তারকা এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে কলম্বিয়াকে সহজেই ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে সেলেসাওদের জার্সিতে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ২৪ বছর বয়সী নেইমার। সেই সুখস্মৃতি সঙ্গী করেই এবার ঘরের মাঠ নাটালে বলিভিয়াকে আতিথ্য দিচ্ছে পেলের দেশ। লিওনেল মেসি না থাকলে কি হয় সেটা আরেকবার হাড়ে হাড়ে টের পায় আর্জেন্টিনা। বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে নাকাল হওয়া দলটি মেসিকে ফিরে পাওয়ার পর জয়ের ধারায় ফেরে। শুধু তাই নয়, সপ্তম রাউন্ডে শীর্ষেও উঠে আসে পয়েন্ট তালিকার। কিন্তু চোটের কারণে অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি ফিফা সেরা তারকা। তাতেই কাত হয় আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার একেবারে তলানির দল ভেনিজুয়েলার কাছে হারতে হারতে কোন রকমে ২-২ গোলে ড্র করে ফেরে দিয়াগো ম্যারাডোনার দেশ। আগের রাউন্ডে দুই তারকা ফরোয়ার্ড এডিন কাভানি ও লুইস সুয়ারেজের তাক লাগানো পারফর্মেন্সে ভর করে আবারও পয়েন্ট তালিকার এক নম্বরে ফেরে উরুগুয়ে। মন্টিভিডিওতে নিজেদের মাঠে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ৪-০ গোলে উড়িয়ে দেয় প্যারাগুয়েকে। উরুগুয়ের হয়ে জোড়া গোল করেন কাভানি। একটি করে গোল করেন ক্রিশ্চিয়ান রড্রিগুয়েজ ও সুয়ারেজ। হতাশা থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না সবশেষ দুই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। এবার তারা গোলশূন্য ড্র করে বলিভিয়ার সঙ্গে। প্রথমদিকে উড়তে থাকা ইকুয়েডর আবারও হতাশার হারে নিমজ্জিত হয়েছে। স্বাগতিক পেরুর কাছে ২-১ গোলে হার মানে ইকুয়েডর। নবম রাউন্ডের ম্যাচ তাই চিলি ও ইকুয়েডরের হতাশা থেকে ফেরার মিশন। অষ্টম পর্বের ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় বেশ ওলট-পালট হয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উরুগুয়ে। সমান ১৫ পয়েন্ট করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। তবে গোল গড়ে ব্রাজিল দ্বিতীয় ও তিনে আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে চতুর্থ কলম্বিয়া ও পঞ্চম ইকুয়েডর।
×