ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রড-এ্যান্ডারসনের অন্য লড়াই

প্রকাশিত: ০৫:০৬, ৬ অক্টোবর ২০১৬

ব্রড-এ্যান্ডারসনের অন্য লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের ক্রিকেটে ভিন্ন লড়াইয়ে অবতীর্ণ ইংল্যান্ডের দুই তারকা স্টুয়ার্ট ব্রড ও জেমস এ্যান্ডারসন। দু’জনই টেস্ট দলের অপরিহার্য সদস্য। ব্রড অনেকদিন ধরে রঙিন পোশাকে ব্রাত্য। আর বাংলাদেশ সফরের শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন দেশটির টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি এ্যান্ডারসন। ছোট ফরমেটের ধুন্ধুমার ক্রিকেটে ফিরতে মরিয়া ব্রড, অপর তারকা পেসার এ্যান্ডারসন আশাবাদী, ইনজুরিমুক্ত হয়ে ভারত সফরেই ফিরতে পারবেন। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। যা ব্রডকে রঙিন পোশাকে ফিরতে উদগ্রীব করে তুলেছে, ‘সত্যি বলতে আমি ওয়ানডেতে ফিরতে মরিয়া। আমার মনে হয় ২০১৯ বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডের সব ক্রিকেটারেরই আগ্রহী হওয়া উচিত। যদিও বিশ্বকাপ আসতে এখনও ঢের সময় বাকি। তারপরও দেখতে দেখতে এসে যাবে ওটা।’ ওয়ানডে, টি২০তে জায়গা না হলেও ব্রড টেস্ট দলে নিয়মিত। সাদা পোশাকে টানা খেলে যাচ্ছেন। তবে বেশি বেশি টেস্ট খেলার কারণেই যে ওয়ানডে দলে ফিরতে সমস্যা হচ্ছে, এটাও ভালভাবে বুঝতে পারছেন, ‘বেশি বেশি টেস্ট খেলার সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে আপনি সাদা বলে (শর্ট ভার্সন) ধাতস্থ হওয়ার খুব বেশি সময় হাতে পাবেন না। এমন হলে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ মানের পারফর্মেন্স দেখান কঠিন। কারণ এখানে মান খুব দ্রুতই বদলে যেতে থাকে। আমি ওয়ানডে খেলার জন্য আরও বেশি সময় বের করতে চাই। আমার মনে হয়, এই সংস্করণে আমার রেকর্ড খুব খারাপ নয়। শুধু কিছু ম্যাচ খেলার সুযোগ পেলেই চলবে।’ বলেন ২০০৬ থেকে ইংল্যান্ডের হয়ে ৯৮ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৫৬ টি২০ খেলা। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর ৩০ বছর বয়সী ডানহাতি পেসারের দেশের হয়ে মাত্র দুটো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়েছে। অন্যদিকে এ্যান্ডারসনের ইনজুরিটা বেশ হতাশার। কারণ ২০১১ শ্রীলঙ্কা সিরিজ থেকে ২০১৫’র এ্যাশেজ পর্যন্ত একটি টেস্টও মিস করেননি তিনি। সম্প্রতি ঘরের মাটিতে পাকিস্তান সিরিজে ডান কাঁধের ইনজুরিতে পড়েন। তাই বাংলাদেশে আসা হচ্ছে না। এ্যান্ডারসন বলেন, ‘ইনজুরিটা আমার জন্য সত্যি হতাশার। অনুশীলনে কিছুটা ব্যথা অনুভব করছি। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ লাগবে। আশা করছি ভারত সফরেই ফিরতে পারব।’ ৩৪ বছর বয়সী ডানহাতি আরও বলেন, ‘আমি মনে করি না ইনজুরি কাটিয়ে ওঠার পর আমার ফর্মে কোন পরিবর্তন আসবে। দলে ফিরে আসার জন্য আমি এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং খুব আত্মবিশ্বাসী।’ ১১৯ টেস্টে ৪৬৩ উইকেট নিয়ে ইংল্যান্ড ইতিহাসের সর্বোচ্চ শিকারি ল্যাঙ্কাশায়ারে জন্ম নেয়া এ্যান্ডারসন। বাংলাদেশ সফর শেষে ভারতে পাঁচ টেস্টের (৯ নবেম্বর-১৬ ডিসেম্বর’ ২০১৬) দীর্ঘ সিরিজ খেলবে ইংলিশরা।
×