ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী এপ্রিলেই কোর্টে ফিরছেন

রুশ টেনিস তারকা শারাপোভার স্বস্তি

প্রকাশিত: ০৫:০৫, ৬ অক্টোবর ২০১৬

রুশ টেনিস তারকা শারাপোভার স্বস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মারিয়া শারাপোভা। দুই বছর থেকে যে ৯ মাসের নিষেধাজ্ঞা কমছে তার। মঙ্গলবার তা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস।’ ঘটনাটা গত জানুয়ারির। অস্ট্রেলিয়া ওপেন চলাকালীন ডোপ টেস্ট হয় তার। গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়ে ডোপিংয়ে পজিটিভ হন মারিয়া শারাপোভা। ডোপ টেস্টে পজিটিভ হলে দুই বছরের জন্য সবধরনের টেনিস থেকে রাশিয়ান তারকাকে নির্বাসিত করে আন্তর্জাতিক টেনিস সংস্থা। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার ঘোষিত হয় সেই রায়। যেখানে নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর থেকে ৯ মাস কমিয়ে ১৫ মাসে নিয়ে আসে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত। এর ফলে ২০১৭ সালের ২৬ এপ্রিল টেনিস কোর্টে নামতে পারবেন মারিয়া শারাপোভা। এতে কিছুটা হলেও সন্তুষ্ট রাশিয়ান তারকা। কিন্তু টেনিস কোর্ট থেকে বাইরে ছিটকে পড়ার পর থেকেই যেন দুঃসময় পার করছেন তিনি। এ প্রসঙ্গে শারাপোভা তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘গত মার্চ থেকে এখন পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটছে আমার। এপ্রিলের যে দিনে টেনিস কোর্টে ফিরবো সেটিই হবে আমার সবচেয়ে সুখের দিন।’ মূলত মেলডোনিয়াম জাতীয় নিষিদ্ধ ঔষধ সেবনের কারণেই টেনিস থেকে নির্বাসিত হন শারাপোভা। যা সম্পর্কে জানতেন না বলে রুশ ললনার দাবি। নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট-ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনে খেলতে পারেননি তিনি। শুধু তাই নয়, আগস্টে অনুষ্ঠিত ক্রীড়াজগতের মহাযজ্ঞ রিও অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। দর্শকের ভূমিকায় থাকতে হবে নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও। তবে টেনিস থেকে দূরে সরে থাকলেও এই সময়ে শারাপোভা প্রিয় কোর্টকে খুব মিস করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেনিস আমার প্যাশন এবং এই সময়টাতে টেনিস খুবই মিস করছি। টেনিস কোর্টে ফেরার আগেরদিন পর্যন্তই দিন গুনে যাব।’ ২০০৪ সালে বিস্ময়ের জন্ম দিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জিতেন মারিয়া শারাপোভা। সেইসঙ্গে পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি। দুই বছর আগে ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ডসøাম জিতেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মাশা। আর বছরের দ্বিতীয় মেজর এই টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন শুরুর মাস খানিক আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরবেন তিনি। যে কারণে ফ্রেঞ্চ ওপেনই হবে তার জন্য বড় চ্যালেঞ্জের নাম। তবে শারাপোভার জন্য সুখবর হলো শেষ দুটি বড় শিরোপা জিতেছেন এই ফরাসী ওপেন থেকেই। ফেরার পর যে পরিসংখ্যানটি রাশিয়ান তারকাকে নিঃসন্দেহেই অনেকটা এগিয়ে রাখবে। রাশিয়ার প্রথম আর বিশ্বের দশম প্রমীলা খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সøাম’ জয়ের মাইলফলক স্পর্শ করেন শারাপোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে ৩৫টি ডব্লিউটিএ শিরোপাও নিজের শোকেসে তুলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। শুধু কোর্টের পারফর্মেন্সেই নয়, টেনিস বিশ্বে আলাদা করে জায়গা করে নেয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তার গ্ল্যামারেরও! তার অসাধারণ রূপ-গুণে মুগ্ধ-বিমোহিত বিশ্বের কোটি কোটি সমর্থক। কোর্টে অসাধারণ পারফর্মেন্সের পাশাপাশি বিজ্ঞাপন-ব্যবসা এমনকি র‌্যাম্প শোতেও পারফর্ম করে নজর কুড়িয়েছেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই টেনিস তারকা। রুশ সুন্দরী শারাপোভার বর্তমান বয়স ২৯। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার মাসেই ত্রিশে পা রাখবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। তখনও কি নিজের সেরা ফর্মে ফিরতে পারবেন মাশা? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে রাশিয়ান তারকা এখন থেকেই নিজেকে ফেরানোর মিশনে নেমেছেন। সম্প্রতি নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে মাশা টেনিস কোর্টে অনুশীলন করছেন।
×