ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উন্নয়ন সংস্থার ভবিষ্যদ্বাণী সব সময়ই ব্যর্থ হয় ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৬, ৬ অক্টোবর ২০১৬

উন্নয়ন সংস্থার ভবিষ্যদ্বাণী সব সময়ই ব্যর্থ হয় ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যতবাণী সবসময়ই ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিউইয়র্কে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। দাতা সংস্থাগুলোর ভবিষ্যতবাণী সবসময় ব্যর্থ প্রমাণিত হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাফল্যের কারণেই বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আগামী ১৭ অক্টোবর ঢাকা সফর করবেন। অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও বিনিয়োগের ক্ষুধার কারণে বিশ্বব্যাংকের অর্থ সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে। শহরের সরকারী অডিটোরিয়াম মাঠে প্রতিবছরের ন্যায় এ বছরও পঞ্চগড় প্রেসক্লাব এই মেলার আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃঞ্চ ম-ল ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ। পঞ্চগড় প্রেসক্লাব সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ গোলাম আযম উপস্থিত ছিলেন। ব্যাংকিং খাত নিয়ে সেমিনার নবেম্বরে অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যাংকিং খাতের সার্বিক বিষয়বস্তু নিয়ে চলতি বছরের নবেম্বর মাসে অনুষ্ঠিত হবে দুই দিনের ‘বাংলাদেশ ব্যাংকিং সামিট ২০১৬’। আগামী ১৫ ও ১৬ নবেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠেয় এই সামিটের এ্যাসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। বিআইবিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সামিটে মালয়েশিয়ার সাইবার সিকিউরিটি, সুইফট, অর্থপাচার ইস্যুর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও ডেপুটি গবর্নর ও বাংলাদেশের ব্যাংক শিল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপক, আন্তর্জাতিক ব্যাংকিং খাতে প্রযুক্তি সরবরাহের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বক্তারা ঘরোয়া আলোচনা করবেন।
×