ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরাম শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৪:১৫, ৬ অক্টোবর ২০১৬

কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরাম শুরু হচ্ছে আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর প্রদানে সামর্থ্যবান নাগরিকদের আয়কর সম্পর্কে সম্যক ধারণা দিতে এবং ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের ভ্যাট প্রদানে সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরাম’ চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার রংপুর কমিশনারেটে কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরামের প্রথম মতবিনিময় সভার উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। আগামী নবেম্বরের মধ্যে সব কর ও ভ্যাট কার্যালয়ে পর্যায়ক্রমে এই ফোরামের কার্যক্রম চালু হবে। বিনিয়োগ ও উন্নয়নের অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন যথাযথ প্রয়াস ও কাক্সিক্ষত রাজস্ব আহরণ। এনবিআর প্রবর্তিত ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি’ নীতি যথাযথভাবে অনুসরণ করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সব অংশীজনদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে নেয়া হচ্ছে করদাতাবান্ধব পরিবেশ তৈরির নতুন নতুন কর্মসূচী। এর মধ্যে ‘কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরাম’ চালুর উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ফোরামে করদাতাদের সঙ্গে আয়কর ও ভ্যাট বিভাগ পর্যায়ক্রমে মতবিনিময় করবেন এবং করদাতাদের কর ও ভ্যাট বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। রাষ্ট্রের সর্ব ক্ষেত্রে একটি রাজস্ব বান্ধব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সম্মেলন কক্ষে আগামী ৬ অক্টোবর প্রথমবারের মতো ‘কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরাম’ এর যাত্রা শুরু হতে যাচ্ছে। এতে এনবিআর চেয়ারম্যান, কর ও ভ্যাট বিভাগের সদস্যসহ উর্ধতন কর্মকর্তা, রংপুর অঞ্চলের সুধী সমাজ, পেশাজীবী, ব্যবসায়ী, মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ‘কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরামের’ মাধ্যমে করদাতা ও ব্যবসায়ীরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে- এ ফোরামে সাধারণ করদাতার পাশাপাশি ব্যক্তি খাত, প্রতিষ্ঠানিক খাত, সরকারী-বেসরকারী, এনজিও এবং অন্যান্য সংগঠন, সংস্থার করদাতারা কর বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন; আগামী ৩০ নবেম্বর ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ হওয়ায় করদাতারা রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা পাবেন; স্কুল-কলেজ শিক্ষকরা এসব ফোরামের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, রাজস্ব সংগ্রহ কার্যক্রম জোরদারের পাশাপাশি দেশে শিল্পায়ন, প্রবৃদ্ধি ও উন্নয়নে সম্মানিত করদাতারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। করদাতাদের সঙ্গে বিভিন্ন সময় বিষয়ভিত্তিক আলোচনা, রাজস্ব সংলাপ, মতবিনিময় সভা এবং অন্যান্য অনুষ্ঠানে কর ও ভ্যাট প্রদান পদ্ধতি আরও সহজ হবে।
×