ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণে এক শ’ গণশৌচাগার হবে

প্রকাশিত: ০৪:১৪, ৬ অক্টোবর ২০১৬

ঢাকা দক্ষিণে এক শ’ গণশৌচাগার হবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০১৭ সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় নতুন ও আধুনিক সুবিধাসম্পন্ন এক শ’টি গণশৌচাগার নির্মাণ করার ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার রাজধানীর পুরানো ঢাকার বাহাদুর শাহ পার্কে নির্মিত নতুন একটি গণশৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন। এর পর জনগণের ব্যবহারের জন্য এটি খুলে দেয়া হয়। অনুষ্ঠানে মেয়র বলেন, পুরনো ১৭টি পাবলিক টয়লেট সংস্কার করা হচ্ছে। ওয়াটার এইডের সহায়তায় আরও ৪৭টির কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ডিএসসিুুসির নিজস্ব অর্থায়নে আরও ৪০টি গণশৌচাগার নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। রাজধানীতে ‘পাবলিক টয়লেটের যথেষ্ট অভাব’ মন্তব্য করে সাঈদ খোকন বলেন, নাগরিকদের ভোগান্তি নিরসনে সিটি কর্পোরেশন পাবলিক টয়লেট নির্মাণে তাদের তৎপরতা বাড়িয়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে শৌচাগারের অভাবে নাগরিকদের ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হয়। সাইপ্রাসে নতুন ফোর্স কমান্ডার সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বুধবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘ সদর দফতরে প্রয়োজনীয় ব্রিফিং শেষে তিনি ৯ অক্টোবর সাইপ্রাসে গিয়ে ফোর্স কমান্ডার হিসেবে যোগদান করবেন। সাইপ্রাসে গ্রীস এবং তুরস্কে আধিপত্যকে কেন্দ্র করে ১৯৬৪ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। জাতিসংঘ মিশনে নিযুক্ত হবার পূর্বে মোহাম্মদ হুমায়ুন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৭ পদাতিক ডিভিশনের (সিলেট) জেনারেল অফিসার কমান্ডিং, সেনা সদর সামরিক অপারেশন পরিদফতরের পরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -আইএসপিআর
×