ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেইলি রোডে মন্ত্রীদের জন্য এ্যাপার্টমেন্ট নির্মাণ শুরু

প্রকাশিত: ০৪:১৪, ৬ অক্টোবর ২০১৬

বেইলি রোডে মন্ত্রীদের জন্য এ্যাপার্টমেন্ট নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রীদের বসবাসের জন্য রাজধানীর বেইলি রোডে নতুন একটি এ্যাপার্টমেন্ট ভবনের নির্মাণ কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ছয়তলা এ ভবনটিতে মোট ১০ জন মন্ত্রী বসবাস করতে পারবেন। বুধবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিনিস্টার্স এ্যাপার্টমেন্ট নামে নতুন এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন, প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে গণপূর্তমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে ঢাকায় কর্মরতত প্রায় দেড় লাখের মধ্যে মাত্র আট ভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারী কর্মকর্তাদের জন্য ২০তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রপতির আহ্বান রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্য। দেশের এই ঐতিহ্য যাতে কেউ নষ্ট করতে না পারে, এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি তিনি আহ্বান জানান। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে ট্রাস্টের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন এবং ট্রাস্টের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে তারা ট্রাস্টের বিভিন্ন বাস্তবায়নাধীন ও ভবিষ্যত উন্নয়ন কর্মসূচী সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ কর্মসূচী বাস্তবায়নে আর্থিক সহায়তার জন্য তারা তাঁর সহযোগিতা কামনা করেন। তারা রাষ্ট্রপতিকে জানান, বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। তারা এ ক্ষেত্রে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
×