ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনায় মুক্তমঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে মুনতাসীর মামুন

জঙ্গীবাদের বিরুদ্ধে চাই সাংস্কৃতিক প্রতিরোধ

প্রকাশিত: ০৪:১৩, ৬ অক্টোবর ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে চাই সাংস্কৃতিক প্রতিরোধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর ২৬, সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত ১৯৭১ ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর প্রাঙ্গণে নবনির্মিত মুক্তমঞ্চ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই মুক্তমঞ্চের উদ্বোধন করেন প্রখ্যাত ইতিহাসবিদ ১৯৭১ ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন আশা প্রকাশ করে বলেন, এই মুক্তমঞ্চ খুলনার সাংস্কৃতিক কর্মী ও বিদ্বজ্জনরা তাদের কর্মকা-ে ব্যবহার করতে পারবেন। এতে এই জাদুঘরকে কেন্দ্র করে এ অঞ্চলে সাংস্কৃতিক কর্মকা- সরব ও সজীব হয়ে উঠবে। তিনি বলেন, দেশে জঙ্গীবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এই জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের সোচ্চার হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ড. মুনতাসীর মামুন বলেন, ১৯৭১ ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর অনুদানের ভিত্তিতে চলছে। এ প্রতিষ্ঠানটি আপনাদের সকলের। এই জাদুঘরের কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মুক্তমঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে ‘মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্ট’ এর পক্ষ থেকে বীরাঙ্গনা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অনুদান প্রদান করা হয়। ট্রাস্টি ফাতেমা মামুন তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১ ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অসীত বরণ ঘোষ। বক্তব্য রাখেন ট্রাস্টি অধ্যাপক চৌধুরী শহীদ কাদের, ট্রাস্টি হুমায়ুন কবীর ববি এবং সঞ্চালনা করেন ট্রাস্টি অধ্যাপক শংকর কুমার মল্লিক। অনুষ্ঠানে শুরুতে বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
×