ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৫, ৬ অক্টোবর ২০১৬

টুকরো খবর

সুন্দরবনে চার জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়ি এলাকা থেকে দুটি নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে মঙ্গলবার রাতে কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকা থেকে বনদস্যু নোয়া মিয়া বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। অপহৃত জেলেদের মধ্যে দবির গাজীর ছেলে তরিকুল ও মুন্সীগঞ্জ গ্রামীণ ফোনের টাওয়ার সংলগ্ন এলাকার ছদর আলীর ছেলে কুববত আলীর নাম জানা গেছে। ফিরে আসা জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের আটি গ্রামের মৃত মোহাম্মাদের ছেলে জুলফিকার মল্লিক জানান, ৩০ সেপ্টেম্বর সাতদিনের পাস নিয়ে জঙ্গলে যান তারা। মঙ্গলবার রাতে চালতেবাড়িয়া খাল এলাকা থেকে বনদস্যু নোয়া বাহিনীর সদস্যরা তাদের আক্রমণ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নৌকা থেকে তরিকুল ও কুববতকে এবং অন্য জেলেদের একটি নৌকা থেকে দু’জনকে নৌকাসহ মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে যায়। বর্ধিত গৃহকর প্রত্যাহার দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বাতিলের দাবিতে ফের মাঠে নেমেছেন ব্যবসায়ীরা। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সহনীয় পর্যায়ে নির্ধারণ এবং সাইনবোর্ড ফি প্রত্যাহারের দাবিতে বুধবার নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, আরডিএ মার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের কাছে এ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ লিফলেটে নগরীর সর্বস্তরের মানুষকে বর্ধিত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। এ সময় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ শামসুদ্দিন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব সেকেন্দার আলীসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। লাইনে ফাটল ॥ গ্যাস সরবরাহ বন্ধ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ অক্টোবর ॥ টাঙ্গাইলে উচ্চ চাপযুক্ত গ্যাস সঞ্চালনের প্রধান লাইনে ফাটল দেখা দেয়ায় জেলায় বুধবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন জানান, সকালে কালিহাতী উপজেলার পুংলী নদীতে তিতাস গ্যাসের উচ্চ চাপযুক্ত ২০ ইঞ্চি গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। প্রথমে স্থানীয়ভাবে ফাটল মেরামতের চেষ্টা করা হয়। পরে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে মেরামত কাজ শুরু করে। তিতাস গ্যাসের টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মামুনুর রহমান জানান, গ্যাসলাইনে ফাটলের কারণে টাঙ্গাইল জেলা শহর থেকে মির্জাপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সিরাজগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একজন সিনিয়র আইনজীবীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ এনে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত বর্জন করেছে আইনজীবীরা। বুধবার দুপুরে জেলা আনিজীবী সমিতির সম্মেলন কক্ষে জরুরী সভা করে এ ঘোষণা দেয়া হয়। আইজীবী নেতারা এই আদালতের বিচারক ড. ঈমান আলীকে প্রত্যাহার না করা পর্যন্ত ঐ আদালতে কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলেও ঘোষণা দেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভকেট রেজাউল করিম রাখাল জানান, মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচার চলাকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভকেট মোয়াজ্জেম হোসেনের সাথে এই আদালতের বিচারক ড. ঈমান আলী অবিচারকসুলভ আচরণ করেন; যা ছিল অশোভনীয়। এরই প্রেক্ষিতে এ্যাডভকেট মোয়াজ্জেম হোসেন এ ঘটনার সুরাহা চেয়ে জেলা আইনজীবী সমিতির কাছে একটি আবেদন করেন। এ প্রেক্ষিতে বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জরুরী সভায় আইনজীবী সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ড. ঈমান আলীর আদালত বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং ড. ঈমান আলীকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। টাঙ্গাইলে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ অক্টোবর ॥ টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় ডাকাতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ঘণ্টাব্যাপী ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা প্রায় ৮ লাখ নগদ টাকা ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। বাসা ভাড়া নেয়ার কথা বলে ডাকাত দল বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটায়। বাসার মালিক ঠিকাদার ও ব্যবসায়ী সৈয়দ মজিবর রহমান ডিপটি জানান, ছয় তলা বাসার দ্বিতীয় তলায় তিনি পরিবার নিয়ে বসবাস করেন। অন্যান্য ফ্ল্যাট তিনি ভাড়া দিয়েছেন। সন্ধ্যায় বাসা ভাড়া নেয়ার কথা বলে দুইজন লোক বাসায় ঢোকে। এরপর তাদের সহযোগী ১০/১২ জনের ডাকাত দল বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। বাল্যবিয়ে ॥ বর ও কনের বাবার দণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ের ঘটনায় বর ও কনের বাবাকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদার কনের পিতা শাহ আলম সরদার ও বর জুয়েল মিয়াকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। নকল ইনসুলিন বিক্রির অপরাধে জেল স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মঙ্গলবার রাতে ডায়াবেটিক রোগীর নকল ইনসুলিন বাজারজাত ও বিক্রি করার অপরাধে আসাদুজ্জামান (৩৫) নামে একজনকে ১ বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আসাদুজ্জামান দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বলরামপুর গ্রামের ওসমান আলীর পুত্র। এছাড়া নকল ইনসুলিন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে শহরের সেবা ফার্মেসির স্বত্বাধিকারী আশরাফুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেবা ফার্মেসিতে পাওয়া ২ লাখ ৭৬ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ পুড়িয়ে ফেলা হয়। জকিগঞ্জ থানার এএসআই ক্লোজড স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জের বহুল আলোচিত পিকআপ বোঝাই ফেনসিডিল চালান আটক করে ছেড়ে দেয়ার ঘটনায় জড়িত জকিগঞ্জ থানা পুলিশের এএসআই মতিয়ার রহমানকে ক্লোজড করা হয়েছে। গত ১১ আগস্ট ভোরে জকিগঞ্জের গঙ্গাজল বাজার থেকে চিহ্নিত মাদক পাচারকারী একাধিক মামলার আসামি জালাল উদ্দিনের মালিকানাধীন গাড়ি থেকে জকিগঞ্জ থানার এএসআই মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ দল মাদক উদ্ধার করে ১ লাখ ৮০ হাজার টাকায় দালাল আসলামের মধ্যস্থতায় রফাদফা শেষে মূল আসামিদের বাদ দিয়ে নিরীহ সাহান আহমদ ও আরেকজনকে পলাতক আসামি করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সিলেটের পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকারের তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার এএসআই মতিয়ার রহমানকে ক্লোজড করা হয়েছে। ভিওআইপি সরঞ্জামসহ আটক দুই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গ্রেফতার দু’জন হলেন জসিম উদ্দিন ও আবদুল আলম। দক্ষিণ কাট্টলীর হাসানের মালিকানার চারতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় এই দু’জনকে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী একই এলাকার আরেকটি ভবন থেকে উদ্ধার করা হয় চারটি ল্যাপটপ, ১৫টি এন্টেনা, চারটি চ্যানেলবক্স, চারটি মডেম, বিভিন্ন অপারেটরের ৫০৭টি সিম এবং দুটি চার্জার। পুনরায় ডাক্তারি পরীক্ষার আদেশ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ অক্টোবর ॥ বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণ মামলায় মেডিক্যাল পরীক্ষার জন্য বোর্ড গঠন করতে পটুয়াখালী জেনারেল হাসপাতালের সিভিল সার্জনকে আদেশ দিয়েছেন আদালত। বুধবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ওই ছাত্রীকে প্রতিবেশী করিম তালুকদার (৪৫) ৭ সেপ্টেস্বর ধর্ষণ করে। পুলিশ ছাত্রীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ছাত্রীর মা খাদিজা বেগম বাদী হয়ে করিম তালুকদারকে আসামি করে ওইদিন তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করে। সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন দাখিল করে। ওইদিন মামলার বাদী মেডিক্যাল প্রতিবেদনের উপর আপত্তি জানিয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মোসা. খাদিজা বেগমকে আদালতে হাজির হয়ে মেডিক্যাল প্রতিবেদনের ব্যাখ্যা প্রদানের আদেশ দেন। বুধবার চিকিৎসক খাদিজা বেগম আদালতে হাজির হয়ে মেডিকেল প্রতিবেদনের ব্যাখ্যা প্রদান করে। পরে বিচারক পটুয়াখালী জেনারেল হাসপাতালের সিভিল সার্জনকে মেডিক্যাল বোর্ড গঠন করে পুনরায় মেডিক্যাল পরীক্ষার জন্য আদেশ দিয়েছেন। বগুড়া নিউমার্কেটে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার রাতে বগুড়া নিউমার্কেটে ভয়াবহ আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে ১৩ দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রাতে সাড়ে ১০টার দিকে কবি নজরুল ইসলাম সড়কের পাশে বগুড়া নিউমার্কেটের নিচতলার রনি ফেব্রিক্স নামে একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে ওই দোকানটির ওপরে দ্বিতীয় ও তৃতীয়তলায় আগুন ছড়িয়ে পড়ে। তৃতীয়তলায় বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রচ- ধোঁয়া, ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৈদ্যুতিক লাইনের সংযোগ ও অনিয়মতান্ত্রিকভাবে স্থাপন করা এসি ও দোকানের কারণেণ আগুন নেভানের কাজে ব্যাপক সমস্যা হয় বলে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ভোর ৫টা পর্যন্ত আগুন নেভানোর কাজ করেন। বুধবার সকাল ৯টা পর্যন্ত কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনে রনি ফেব্রিক্স ছাড়াও রনি ক্লথ স্টোর, শাড়ি প্যালেস, টাঙ্গাইল শাড়ি সমাহার, আনিছ শাড়ি ঘর, লেডিস কর্নার, মোমিন ক্লথ স্টোরসহ ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এসব দোকানের সবই শাড়ি কাপড় ও মেয়েদের পোশাকের। এর মধ্যে রনি ফেব্রিক্স ও শাড়ি প্যালেসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আগুন ছাড়াও ধোঁয়া ও পানিতে মালামাল নষ্ট হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনের বনদস্যু নান্নু বাহিনীর সদস্য মনিরুল মোড়লকে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে পশ্চিম সুন্দরবনের কয়রা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনের কয়রা স্টেশন সংলগ্ন এলাকায় বনদস্যু নান্নু বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ ও জেলেবহরে ডাকাতি করার জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়ে বাহিনীর সদস্য মনিরুল মোড়ল। এ সময় তার কাছ থেকে একটি দেশী পাইপগান উদ্ধার করা হয়েছে। ইবিতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও কম্পিউটার কাউন্সিলের মধ্যে ২ বছর মেয়াদী এক প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউল করিমের সভাপতিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের শিক্ষার্থী শামসিয়া আকতার গতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারি। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ অক্টোবর ॥ ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে বুধবার বিভিন্ন স্কুলে দুর্নীতিবিরোধী সেøøাগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পাবনা টাউন গার্লস হাইস্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো। এ সময় ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দীকা, সাংবাদিক আব্দুল মতিন খান, জেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, দুদক পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক ও প্রধান শিক্ষক রবিউল করিম প্রমুখ। অস্ত্র উদ্ধার ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ অক্টোবর ॥ মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ডিবি পুলিশ আত্রাই উপজেলার তিলাবাদুরী বিলপাড় গ্রামের সেকের আলী প্রাং ওরফে জাফরের বসতবাড়ির পশ্চিমে ধান রাখা ঘর থেকে একটি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ আসামি সাইদুল ওরফে কালুকে (২৮) গ্রেফতার করে। কালু ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। গ্রেফতারকৃত কালু পুলিশকে জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ওই গ্রামের শাহাপাড়ার ইউপি সদস্য পদে শ্রী তুলশি কুমার ম-ল, টিউবওয়েল প্রতীক নিয়ে এবং শ্রী দিলীপ কুমার ম-ল, মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে শ্রী তুলসি কুমার ম-ল নির্বাচনে বিজয়ী হয়। তার প্রতিপক্ষ শ্রী দিলীপ কুমার ম-ল পরাজিত হয়। শ্রী তুলসি কুমার ম-লের পক্ষে মোঃ সেকের আলী প্রাং ওরফে জাফের নির্বাচনে কাজ করায় প্রতিপক্ষ দিলীপ কুমার ম-ল ক্ষিপ্ত হয়ে আটককৃত আসামি সাইদুল ওরফে কালুসহ অন্য আসামিদের যোগসাজশে প্রতিপক্ষ সেকের আলী প্রাং ওরফে জাফেরকে ফাঁসানোর জন্যওই অস্ত্র ও গুলি তার বসতবাড়ির ঘরে রাখে। কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ২ কোটি ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের উপকণ্ঠ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় খান ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য বিভাগ জানান, জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে। বজ্রপাতে মৎস্যচাষীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ অক্টোবর ॥ মহেশপুরে বজ্রপাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাকরাইল গ্রামের মাঠে পুকুরে মাছের খাবার দেয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে মহেশপুরের পাকরাইল গ্রামের ইয়ার আলীর ছেলে। তলা ফুটো ফেরি উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে পদ্মায় ডুবতে যাওয়া ফেরি যমুনা। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরির তলা ফুটো হয়ে যায়। এতে ফেরিটি ডুবতে থাকলে চালক বুদ্ধিমত্তার সঙ্গে ফেরিটি পাশের একটি ডুবো চরে তুলে দেয়। এতে ফেরিটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। রাত দেড়টায় ফেরিটি উদ্ধার করে শিমুলিয়া ঘাটে নিয়ে যাওয়া হয়। শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, কাওড়াকান্দি ঘাট থেকে ১০টি পণ্যবাহী ট্রাক ও ৪টি পিকাপ নিয়ে যমুনা নামের ডাম্প ফেরিটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে এসে মুন্সীগঞ্জের পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টের কাছে পৌঁছলে সরু চ্যানেলের ড্রেজিং পাইপের সঙ্গে ধাক্কা লেগে এক পাশে তলা ফেটে যায়। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ অক্টোবর ॥ টেলিফোনে প্রধানমন্ত্রী ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে গালিগালাজ করায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে নড়াইলের সদর আমলী আদালতে মামলা হয়েছে। নড়াইলের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার বিকেলে জুডিসিয়াল তদন্তের নির্দেশ প্রদান করেছেন। ২৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। জানা যায়, গত ৭ আগস্ট পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জসীম সরকার তার ফেসবুক এ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমারের ছবি দিয়ে তার নিচে লেখেন- ‘একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক প্রধানমন্ত্রী ও প্রশান্ত কুমারের অবদান।’ এতে ক্ষিপ্ত হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ওই কর্মকর্তাকে টেলিফোনে বলেন, ‘কুত্তার বাচ্চাদের কোন অবদান নাই, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আমি। সব অবদান আমার।’ এ কথা বলার পর জসীম সরকার যখন বলেন, স্যার এ কথাগুলো আমার কাছে রেকর্ড করা আছে, এই কথা শুনে উত্তরে মিহির মজুমদার গালি দিয়ে বলেন- ‘ঐ রেকর্ডগুলো ভর্তা বানিয়ে খাস, ইডিয়েট কোথাকার।’ তিন ছাত্রকে মারধরের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ অক্টোবর ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল হোসেন তিন শিক্ষার্থীকে বেধড়ক মারপিটে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলো- বড়গাঁও ইউনিয়নের চামেশ্বরী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রিমন ইসলাম, একই গ্রামের পবিত্র কুমারের ছেলে মাধব কুমার এবং ক্ষির প্রসাদ শর্মার ছেলে স্বপন কুমার। রিমন ও মাধব ৮ম শ্রেণীর ছাত্র ও স্বপন ৭ম শ্রেণীর ছাত্র। অভিভাবকদের অভিযোগে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে টিফিনের সময় রিমন, স্বপন, মাধবসহ তাদের কয়েকজন সহপাঠী বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। এ সময় ফুটবলটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল হোসেনের মোটরসাইকেলে লেগে গ্লাস ভেঙ্গে যায়। এ কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী রিমন, স্বপন, মাধবকে বিদ্যালয়ের একটি রুমে নিয়ে দরজা লাগিয়ে বেধড়ক মারপিট করে। হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহেল রানা বলেন, তিন শিক্ষার্থীর শরীরের বিভিন্ন জায়গায় লাঠির আঘাতের চিহ্নহ্ন রয়েছে। এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে লেঙ্গুরবিল এলাকার সী-বিচ পয়েন্ট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
×