ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটের তিন কিশোর নিখোঁজ

প্রকাশিত: ০৪:০৩, ৬ অক্টোবর ২০১৬

বাগেরহাটের তিন কিশোর নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়া উপজেলার একটি গ্রাম থেকে তিন কিশোর নিখোঁজের ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র ও অপর দুজন খাবার হোটেলের কর্মচারী। স্বাধীনতা বিরোধী জামায়াতের দুর্গ হিসেবে খ্যাত সোনাকুড় গ্রামের নিখোঁজ এই তিন কিশোর কি কোন জঙ্গী দলের ফাঁদে পড়েছে কিনা- তা নিয়ে সর্বত্র চলছে আলোচনা। ৭ দিন আগে নিখোঁজ তিন কিশোরের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করার পর এখন তাদের পুলিশ খুঁজছে। তবে বুধবার বিকেল পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ তিন কিশোরের পরিবারিক সূত্র বলছে, জেলার কচুয়া উপজেলার সোনাকুড় গ্রামের রাজমিস্ত্রী দাউদ শেখের ছেলে মাদ্রাসা ছাত্র মোঃ ফেরদাউস (১৩) গত শুক্রবার জুম্মার নামাজের আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মারকাজুল উলুম মধ্য চৌঠাইমহল মাদ্রাসায় থাকাকালীন সে নিখোঁজ হয়। একই গ্রাম সোনাকুড়ের ফজর আলী শেখের ছেলে এনামুল শেখ (১৪) ও মনির শেখের ছেলে রানা শেখ (১৩) গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা রহিম জামে মসজিদ সংলগ্ন খাবার হোটেল থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ দুই কিশোর ওই হোটেলের কর্মচারী। তিতাস গ্যাসের দুঃখ প্রকাশ বুধবার টাঙ্গাইলের এলেঙ্গাস্থ পুংলী নদীর তলদেশে বিদ্যমান গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জননিরাপত্তার স্বার্থে টাঙ্গাইল, মির্জাপুর, চন্দ্রা ও কোনাবাড়ী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সাময়িক ব্যবস্থা হিসেবে বিকল্প পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।-বিজ্ঞপ্তি। ভারতীয় দূতাবাস কর্মকর্তার সাতক্ষীরায় পুজোম-প পরিদর্শন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত সাতক্ষীরার বিভিন্ন পুজোম-প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি পূজা উদযাপনকারীদের সঙ্গে কথাবার্তা বলেন। তারা তাকে দুর্গাপুজো এবং এতে সরকারের সব ধরনের সহায়তার কথাও তুলে ধরে। ফার্স্ট সেক্রেটারি বুধবার দুপুরে শহরের মুন্সিপাড়ায় শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির পরিদর্শন করেন। পরে তিনি পুরাতন সাতক্ষীরার কালিবাড়ী মায়ের মন্দিরে দুর্গাপুজোর আয়োজন প্রত্যক্ষ করেন । এ সময় তার সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সোনারগাঁয় সংঘর্ষ ॥ টেঁটাবিদ্ধসহ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৫ অক্টোবর ॥ সোনারগাঁ উপজেলার ভরগাঁও গ্রামে বুধ্বার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলা সাদিপুর ইউনিয়নে ভরগাঁও গ্রামের আওলাদ মিয়ার সঙ্গে প্রতিবেশী মনির হোসেনের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে বাকবিত-তা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
×