ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নকলায় ১৮০ টাকার জন্য আওয়ামী লীগ নেতা খুন

প্রকাশিত: ০৪:০২, ৬ অক্টোবর ২০১৬

নকলায় ১৮০ টাকার জন্য আওয়ামী লীগ নেতা খুন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ অক্টোবর ॥ পাওনা টাকা চাওয়ায় বখাটের ছুরিকাঘাতে নকলায় খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম (৫০)। বুধবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের বখাটে যুবক মোঃ ময়না মিয়া পালিয়ে যায়। সে ওই গ্রামের আব্দুল খানের ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে খোরশেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। জানা যায়, চরঅষ্টধর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি স্থানীয় চরভাবনা গ্রামের খোরশেদ আলম বসতবাড়ির সঙ্গে মনোহারি দোকান পরিচালনা করে আসছিলেন। পাশের গ্রামের ময়না মিয়ার কাছে দীর্ঘদিনের পাওনা ১৮০ টাকা আদায়ে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন খোরশেদ। অবশেষে বুধবার সকাল ১০টার দিকে ময়না মিয়াকে দোকানের কাছে পেয়ে খোরশেদ সেই পাওনা টাকা চাইতেই ক্ষিপ্ত হয়ে উঠে বখাটে ময়না। এক পর্যায়ে ধারালো চাকু বের করে খোরশেদের বুকে ঢুকিয়ে দেয়। চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ। আশপাশের লোকজন ছুটে এসে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চবিতে ছাত্রলীগ নেতা জখম চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শাহ আমানত হলের পূর্বে ঢাকা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা মাহবুব শাহরিয়ার শাহীন চবি ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাক। তিনি চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন একাকারের নেতা। তাকে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় রাতেই হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার রাতে খাবার খেতে ঢাকা হোটেলে যান শাহীন। এ সময় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্সের কর্মীরা তার ওপর চড়াও হয়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শাহীনকে তারা কোপাতে থাকে। পরে শাহীনের বন্ধুরা তাকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×