ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধনাঢ্য জামায়াত নেতার স্ত্রীর নামে ১০ টাকা চালের কার্ড

প্রকাশিত: ০৪:০২, ৬ অক্টোবর ২০১৬

ধনাঢ্য জামায়াত নেতার স্ত্রীর নামে ১০ টাকা চালের কার্ড

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ অক্টোবর ॥ ২০১৩ সালে জামায়াত- বিএনপির নাশকতা, সন্ত্রাস ঘটনার সময় আওয়ামী লীগের মুসলিম নেতাদের তওবা পড়িয়ে আবারও মুসলমান করার মামলার অন্যতম আসামি জামায়াত নেতা স্কুল শিক্ষক মালেকের স্ত্রীর নামে আওয়ামী লীগের নেতা ইউপি মেম্বার আব্দুল খালেক ১০ টাকা কেজি দরে চালের কার্ড করে দিয়েছেন। এই ঘটনাটি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসারকেও লিখিতভাবে জানানো হয়েছে। তওবা পড়ানো মামলার আসামি মালেকের বিরুদ্ধে নাশকতার একটি ঘটনার মামলার বাদীও আওয়ামী লীগের এ ইউপি সদস্য আব্দুল খালেক। প্রধানমন্ত্রী হতদরিদ্রদের আপদকালে কমমূল্যে খাদ্য সহায়তা দেয়ার জন্য ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি চাল দেয়ার অঙ্গিকারের ভিত্তিতে কার্ড করে চাল দেয়ার নিয়ম শুরু হলে এলাকার হতদরিদ্রদের নামে কার্ড প্রদানের লক্ষ্যে নিবন্ধন শুরু হয়। এই নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে কার্ডে নাম ওঠে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভাড়াহুত শিরট্টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তওবা পড়ানো ও নাশকতা মামলার আসামি ধনাঢ্য জামায়াত নেতা মালেকের স্ত্রী সখিনা বেগমের। ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সেই তালিকা পর্যবেক্ষণ করে পাঁচবিবি উপজেলা নির্বাহী বরাবর ৩৯২ জনের একটি তালিকা প্রদান করেন। এই তালিকায় জামায়াত নেতার স্ত্রীর নাম ছাড়াও মৃত ব্যক্তির নামেও কার্ড ইস্যু করা হয়। অপরদিকে আওলাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কয়েক বিত্তশালী ব্যক্তির স্ত্রীদের নামেও ১০ টাকার কার্ড ইস্যু করা হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওলাই ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল ফিরোজ ও অপর নেতা সাইদুল ইসলাম আমেরিকা প্রবাসী কয়েক ব্যক্তির স্ত্রীদের নামে এই কার্ড ইস্যু করায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রতিবাদ জানিয়ে একই ইউনিয়নের সদস্য মেহেদী হাসানসহ অন্যরা প্রতিবাদ করে। এই প্রতিবাদের কারণে তাদের ওপর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা চড়াও হয়। মঙ্গরবার বিকেলে তারা মিছিল করে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই অনিয়মের অভিযোগ দেয়। এই ইউনিয়নের ১০ টাকার কার্ড বিতরণে আওয়ামী লীগের নেতারা ৫০/১০০ টাকা ঘুষ নিয়েছেন বলে তারা অফিযোগ করে। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার নূর উদ্দিন আল ফারুক এ ধরনের অভিযোগের কথা স্বীকার করেন এবং তিনি বিষয়টি দেখছেন বলে জানান। বরিশালে এখনও চাল পায়নি দুস্থরা স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দুস্থ পরিবারগুলো এখনও ১০ টাকা কেজি দরের চাল পাননি। ফলে ওইসব পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বাগধা ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ৭৭৮ দুস্থকে বাছাই করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়নের নাঘিরপাড় বাজারে বেলায়েত সরদার ৩৮৩ জনকে এবং পশ্চিম বাগধা বাজারে রবীন্দ্রনাথ সমদ্দারকে ৩৯৫ দুস্থদের চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবিএম শফিকুল ইসলাম জানান, ওই ইউনিয়নের সেপ্টেম্বর মাসের বরাদ্দ চাল ডিলাররা গোডাউন থেকে উত্তোলন করে নিয়েছেন। ইউনিয়নের চাল বিক্রির তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) কামরুজ্জামান জানান, চেয়ারম্যান এলাকায় না থাকায় চাল বিক্রি করতে দেরি হচ্ছে। রাঙ্গাবালীতে বরাদ্দ বাতিল স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এক হাজার ৯৬৯ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজি মূল্যের চাল পায়নি। ওই পরিবারগুলোর জন্য সেপ্টেম্বর মাসের ৫৯ টন চালের বরাদ্দ বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপকারভোগীদের নামের তালিকা দাখিল করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর থেকে উপজেলার চারটি ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হলেও চরমোন্তাজ ইউনিয়নের চাল বিতরণ শুরু করা সম্ভব হয়নি। রাঙ্গাবালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) আবুল হোসেন জানান, চরমোন্তাজ ইউনিয়নের উপকারভোগীদের তালিকা যথাসময়ে পাওয়া যায়নি। যে কারণে ওই ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে সেপ্টেম্বর মাসের চাল বিতরণ করা সম্ভব হয়নি। দিনাজপুরে কালোবাজারে বিক্রিকালে আটক ২ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে হতদরিদ্রদের বরাদ্দকৃত ৪ বস্তা সরকারী চাল বাজারে বিক্রি করার সময় মঙ্গলবার রাতে ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×