ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নদী-বিল বাঁচানোর দাবিতে নৌ লংমার্চ

প্রকাশিত: ০৪:০১, ৬ অক্টোবর ২০১৬

নদী-বিল বাঁচানোর দাবিতে নৌ লংমার্চ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ অক্টোবর ॥ ‘নদী বাঁচাও-চলনবিল বাঁচাও’ সেøাগান নিয়ে জলকপাট অপসারণসহ চার দফা দাবিতে গুরুদাসপুর থেকে রাজশাহীর চারঘাট অভিমুখে নৌকা লংমার্চ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় গুরুদাসপুরের রসুনহাট ঘাটে নৌকা লংমার্চের উদ্বোধন করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। এসময় নৌকা লংমার্চের আহবায়ক এমদাদুল হক মোল্লা, গুরুদাসপুর নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আতাহার আলী, সেক্রেটারি মজিবর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, রাজশাহীর পদ্মা নদীর চারঘাট এলাকায় বড়াল নদীর অভিমুখে সøুইসগেট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়ায় চলনবিল অঞ্চলের আত্রাই, গুমানী, নন্দকুঁজাসহ ছোটবড় মোট ৩০টি নদী ও জলাশয় মরে যাচ্ছে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় পানি সংকটের কারণে বিল অঞ্চলের কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। নৌ লংমার্চে চলনবিল অঞ্চলের নদী রক্ষা কমিটিসহ ৩২টি সংগঠনের শতাধিক নৌকা অংশগ্রহণ করে। পরে নৌ লংমার্চটি দুপুরে বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীর আটঘড়িয়া সøুইসগেট এলাকায় সমাবেশ করে। নওয়াপাড়ায় পুলিশী বাধায় কর্মসূচী পণ্ড ॥ আহত ২০ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি আহূত নওয়াপাড়ায় রাজপথ ও রেলপথে অবস্থান কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ। বুধবার সকাল থেকে জলাবদ্ধ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ার প্রেমবাগ এলাকায় আসতে শুরু করেন। কিন্তু পথে পথে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব চৈতন্যকুমার পাল। এক পর্যায়ে পুলিশী বাধায় কর্মসূচী প- হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে আহত হয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদসহ ২০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জলাবদ্ধ সহস্রাধিক মানুষ প্রেমবাগ এলাকায় রাস্তার ওপর বসে পড়লে পুলিশ তাদের ওপর হামলে পড়ে। পুলিশের লাঠিচার্জে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব চৈতন্য পাল, সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়সহ ২০ নারী-পুরুষ-শিশু আহত হন। এদিকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নতুন কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বিক্ষোভ-সমাবেশ, অবস্থান ও স্মারকলিপি পেশ। বুধবার অবরোধ কর্মসূচী পুলিশী হামলায় প- হয়ে গেলে দুপুরে কমিটি নতুন কর্মসূচী ঘোষণা করে।
×