ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়া পৌর নির্বাচন

তৃণমূলে বিজয়ী হয়েও মনোনয়ন বঞ্চিত ॥ প্রতিবাদে হরতাল

প্রকাশিত: ০৪:০১, ৬ অক্টোবর ২০১৬

তৃণমূলে বিজয়ী হয়েও মনোনয়ন বঞ্চিত ॥ প্রতিবাদে হরতাল

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ অক্টোবর ॥ পাকুন্দিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনকে দলীয় মনোনয়ন না দেয়ায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। তৃণমূলের ভোটে নির্বাচিত মোতায়েম হোসেন স্বপনকে বঞ্চিত করে শূন্য ভোট প্রাপ্ত মিজবাহ উদ্দিনকে কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়ায় এ হরতাল পালন করা হয়। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পিকেটাররা রাস্তা অবরোধ করে রাখে। কিছুক্ষণ পরপর খ- খ- মিছিল করে উপজেলা গেটের সামনে জমায়েত হয়ে পথসভা করে পিকেটাররা। পথসভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও দলীয় যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেণু, সাবেক সহ-সভাপতি শামছুদ্দোহা, সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান, পাকুন্দিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফরিদ উদ্দিন ও হেলাল উদ্দিন প্রমুখ। কিশোরগঞ্জ প্রেসক্লাবে গত ২ অক্টোবর তৃণমূলের ভোট অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন পান ৩৫ ভোট, পাকুন্দিয়া ডিগ্রী কলেজছাত্র সংসদের সাবেক ভিপি ফরিদ উদ্দিন পান ২১ ভোট, বর্তমান পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ পান ১৭ ভোট, উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান চুন্নু পান ৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন ও মিজবাহ উদ্দিন পান শূন্য ভোট। কিন্তু মঙ্গলবার ধানম-িতে অনুষ্ঠিত কেন্দ্রের মনোনয়ন বোর্ড মেয়র পদে মিজবাহ উদ্দিনকে দলীয় মনোনয়ন প্রদান করে। শিক্ষাবৃত্তির চেক প্রদান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারের সদস্যের মাঝে মৃত্যুজনিত আর্থিক অনুদান ও প্রবাসে কর্মরত মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭টি পরিবারের মৃত ব্যক্তির বাবা, মা, স্ত্রী ও ছেলেসহ মোট ১৪ সদস্যের মাঝে পৃথক চেকে ১৯ লাখ টাকা এবং প্রবাসে কর্মরত কর্মীর ৭ মেধাবী সন্তানের মাঝে ৭৭ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম। বাল্যবিয়ে বন্ধে প্রচারপত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ অক্টোবর ॥ বুধবার একযোগে বাল্যবিয়ে প্রতিরোধে এক কর্মসূচী পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরসহ সাতটি উপজেলা ও ৮২টি ইউনিয়নে প্রচারপত্র বিলি, শপথগ্রহণ ও মানববন্ধন হয়। এ জেলাকে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সকাল ১০টায় জেলা প্রশাসক অফিস সংলগ্ন সড়ক থেকে শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়কে ওই কর্মসূচীর আওতায় এক মানববন্ধন হয়। জেলা শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সকল পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয় এবং বাল্যবিবাহ বন্ধে হাত তুলে শপথগ্রহণ করে
×