ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দেয়ালচাপায় পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ০৪:০০, ৬ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে দেয়ালচাপায় পিতা-পুত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় দেয়ালচাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে সেন্ট প্লাসিডস স্কুল মাঠের দেয়াল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। সিএমপির কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, নিহতরা হলেন মাকসুদুল হক (৪২) ও তার পুত্র তৌশিক নাহিদ (১০)। তারা দেয়াল সংলগ্ন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক সাংবাদিকদের জানান, সেন্ট প্লাসিডস স্কুল মাঠে কিছু সংস্কার কাজ চলছিল। এতে ব্যবহৃত হয়ত স্কেভেটর। ভারি এ যন্ত্রের কম্পনে ভেঙ্গে পড়ে মাঠের পাশের সীমানা প্রাচীর। এই প্রাচীর চাপা দেয় পিতা-পুত্রকে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ অক্টোবর ॥ মেহেরপুরে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সকালে মেহেরপুর-মুজিবনগর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়া একই প্রতিবাদে মানববন্ধন পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকবৃন্দ। সকাল ১১টার দিকে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা মেহেরপুর-মুজিবনগর সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে একই সময়ে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু। বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.কে.এম সোলাইমান, সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কাবিল উদ্দীন প্রমুখ।
×