ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন ধারাবাহিক ‘ঝামেলা আনলিমিটেড’

প্রকাশিত: ০৩:৪৩, ৬ অক্টোবর ২০১৬

নতুন ধারাবাহিক ‘ঝামেলা আনলিমিটেড’

সংস্কৃতি ডেস্ক ॥ বলা হয়ে থাকে একটি ভাল নাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের সৃজনশীলতা, সৌজন্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষতার পরিচয় বহন করে। তবে সম্প্রতি সাংস্কৃতিক অঙ্গনে নতুন সৃষ্টি কোন বিষয়ে নামের ক্ষেত্রে উদাসিনতার পরিচয় পাওয়া যায়। সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অনুষঙ্গ টিভি নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রের নামের ক্ষেত্রে ইংরেজী নাম ব্যবহারের পাশাপাশি সুন্দর, সৃষ্টিশীল এবং গ্রহণযোগ্য নামের বড় অভাব সম্প্রতি বেশি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে টিভি নাটকে যখন দর্শক সঙ্কটের কথা বলা হচ্ছে ঠিক সেই সময়েও সংশ্লিষ্ট অঙ্গনের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে মেধার সংকীর্র্ণতা লক্ষ্য করছেন দর্শকরা। এই যখন অবস্থা তখন স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে শিল্পীবহুল নতুন ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’। আহসান আলমগীরের রচনা ও শামীম জামানের পরিচালনায় নির্মিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশাররফ করিম, আ খ ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কল্যাণ কোরাইয়া প্রমুখ। রফিকুল ইসলামের প্রযোজনায় নাটকটি ৫ অক্টোবর বুধবার থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে। জানা গেছে নাটকটি সপ্তাহে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৯-৫০ মিনিটে প্রচার হবে। নির্মাতা ও চ্যানেল সূত্রে জানা যায় নাটকে দেখা যাবে, রহমান সাহেব একজন সাধারণ মানুষ, একটি বাড়ির মালিক, তার সন্তানাদী নাই। তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তানাদী না থাকায় বেশ কিছু মানুষ যেমন সবুজ, মিজান, কফিল, অন্যন্যা, গোধূলি এবং সোবহান এই বাড়িতে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। মূলত রহমান সাহেবের স্নেহভাজন তারা। এই বাড়িতে তারা বসবাস করে আর শুধু একের পর এক ঝামেলা পাকায়। এমন ঝামেলা করে সবাই, শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু রহমান সাহেব স্ত্রীকে বলে এরাই তো আমাদের সন্তান, এই ছেলেমেয়েগুলো যাবে কোথায়, এরা আছে বলেই তো আমাদের সন্তানের অভাব পূরণ হচ্ছে। এদিকে বাড়িতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়। এভাবেই চলতে থাকে ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকের গল্প।
×