ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের ত্রিপুরা মাতালেন মানিক

প্রকাশিত: ০৩:৪১, ৬ অক্টোবর ২০১৬

ভারতের ত্রিপুরা মাতালেন মানিক

স্টাফ রিপোর্টার ॥ পার্শ্ববর্তী দেশসহ সারাবিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে বেশ আন্তরিক বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহয়তায় শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী বাংলা সাংস্কৃতিক কর্মকা- তুলে ধরেন বাংলাদেশের শিল্পীরা। সাংস্কৃতিক আন্দোলের অংশ হিসেবে তারা বিভিন্ন দেশে সাংস্কৃতিক প্রতিনিধি দল নিয়ে সফর করেন। এ বিষয়ে ভারত এবং বাংলাদেশের সরকার যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়ে আসছে। তবে এর বাইরে বেসরকারীভাবে ভারতীয় শিল্পেদের দেশে এনে কনসার্টের নামে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন নিয়ে সমালোচনাও হচ্ছে। কারণ বেসরকারীভাবে বাংলাদেশী শিল্পীরা ভারতে তুলনামুলক খুব কমই অনুষ্ঠান করে থাকেন। এই যখন অবস্থা তখন বাংলাদেশের জীবনমুখী গানের শিল্পী, সুরকার ও গীতিকার আমেরুল মোমেনীন মানিক ভারতের ত্রিপুরায় গান গেয়ে প্রশংসিত হয়েছে। শান্তনু শর্মা সম্পাদি মাসিক ‘আরশী কথা’ পত্রিকার আমন্ত্রণে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় সপ্তাহব্যাপী এই সফরে ৩টি মঞ্চ এবং ২টি টেলিভিশন চ্যানেলে পারফর্ম করেন মানিক। এর মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরশী কথার আন্তর্জাতিক সম্মেলন, সাইন্যাপ্স-এসভিএমএর বার্ষিক অনুষ্ঠান এবং আরশী কথার পুনর্মিলনীতে সঙ্গীত পরিবেশন করেন মানিক। এ ছাড়া আগরতলার সবচেয়ে পুরনো টেলিভিশন চ্যানেল প্রাইম ফোকাসের গান-আড্ডায় অংশ নেন তিনি। আর রাজ্যের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল প্রতিবাদ টুয়েন্টিফোর এ দুই ঘণ্টাব্যাপী গানের লাইভ করেন মানিক। ৫টি অনুষ্ঠানেই মানিক গানের পাশাপাশি বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশ্বব্যাপী সাফল্যের কথা তুলে ধরেন মানিক। ভবিষ্যতেও বাংলাদেশী শিল্পীদের দিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্টজনরা। সফরের শেষ দিনে মানিকসহ অন্য অতিথিদের সংবর্ধনা দেয়া হয়। আমিরুল মোমেনীন মানিক ইতোমধ্যে তার ব্যতিক্রমী জীবনমুখী গান দিয়ে শ্রোতাদের মধ্যে আলাদা অবস্থান তৈরি করেছেন।
×