ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকাশিত: ০৯:১৭, ৫ অক্টোবর ২০১৬

আজ বিশ্ব শিক্ষক দিবস

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শিক্ষক দিবস আজ। দেশে দিবসটি জাতীয়ভাবে পালিত না হলেও বিভিন্ন শিক্ষক সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচীর মাধ্যমে এই দিনটি পালন করছে। দিবসটি পালনের জন্য বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ জাতীয় উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। যার পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সমন্বয়ক শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে। এরপর বেলা ১২টায় ঢাবির টিএসসি মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক রেহমান সোবহান, রাশেদা কে চৌধুরী, ইউনেস্কো প্রতিনিধি বিয়াট্রিস কালডুন প্রমুখ। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই আলোচনা সভায় যোগ দেবেন।
×