ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হান্নান শাহর স্মরণসভা

দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:১৭, ৫ অক্টোবর ২০১৬

দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে যিনিই কথা বলছেন তার ওপর নির্যাতনের খড়গ্ নেমে আসছে। মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) হান্নান শাহ স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের মিথ্যা মামলার নির্যাতনের শিকার হয়ে হান্নান শাহর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, যেদিন হান্নান শাহ অসুস্থ হয়ে পড়েন ওই দিন তিনি সরকারের মিথ্যা মামলায় হাজিরা দিতে কোর্টে যাচ্ছিলেন। ওই সময় উনি হার্ট এ্যাটাক করেন। সরকারের মিথ্যা মামলায় একে একে দেশের গণতন্ত্রকামী মানুষগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। হান্নান শাহর মৃত্যু তার একটি প্রমাণ। মির্জা ফখরুল বলেন, হান্নান শাহর শূন্যতা পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে দেশপ্রেমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হয়ত হান্নান শাহকে ফিরে পাব না কিন্তু তার পথে চলতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তাই তার অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তিনি বলেন, গোটা দেশ যখন কঠিন সময় অতিক্রম করছে তখন আমাদের শোকসভা করতে হচ্ছে। দেশে যখন কথা বলার মানুষ কমতে শুরু করছে তখন না ফেরার দেশে চলে গেলেন হান্নান শাহ। হান্নান শাহ গণতন্ত্রের কথা বলতেন, অধিকার আদায়ের কথা বলতেন। তাকে এত দ্রুত হারাতে হবে কোনদিন কল্পনাও করিনি।
×