ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই পৌরসভা ও ৭৫ ইউপিতে নৌকা প্রতীক পেলেন যারা

প্রকাশিত: ০৯:১৫, ৫ অক্টোবর ২০১৬

দুই পৌরসভা ও ৭৫ ইউপিতে নৌকা প্রতীক পেলেন যারা

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ মঙ্গলবার রাতে দুই পৌরসভা ও ৭৫ ইউপিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোঃ মেসবাহ উদ্দিন, মেহেরপুর সদর পৌরসভায় মোঃ মাহফুজুর রহমান (রিটন)। এছাড়া ইউপিতে যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন তারা হলেন- পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদে গোলাম মুছা কলিমুল্লা, হাঁড়িভাসায় মোঃ আবুল হোসেন। বোদা উপজেলার ময়দানদিঘীতে মোঃ আব্দুল জব্বার, কাজলদিঘীর কালিয়াগঞ্জে মোঃ মনিরুজ্জামান, বড় শশীর মোঃ মউর রহমান, মাড়েয়া বামনহটার আবু আনছার মোঃ রেজাউল করিম, বোদার মোঃ মসিউর রহমান। দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে মোঃ কালাম মোস্তাহারুল হাসান নয়ন, টেপ্রীগঞ্জে মোঃ গোলাম রহমান সরকার। বীরগঞ্জ উপজেলার পাল্টাপুরে মোঃ তোফাজ্জল হোসেন, ভুরুঙ্গামারীর পাথরডুবিতে মোঃ আব্দুল করিম, শিলখুড়িতে মোঃ আল মামুনুর রশিদ, ভুরুঙ্গামারীতে মোঃ ইসলামুল হক, ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড়ায় মোহাম্মদ আলী শেখ, ফুলবাড়ীর মোঃ হারুন অর রশিদ, কাশীপুরে মোঃ ইন্তাজ আলী ম-ল। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরে মোঃ আবুল হাশেম, জোংড়ায় মোঃ আশরাফ আলী, বাউরায় মোঃ রবিউল ইসলাম, পাটগ্রামে মোঃ আব্দুল ওহাব প্রধান, কুচলীবাড়ীতে মোঃ হামিদুল হক, বুড়িমারিতে মোঃ তাহাজুল ইসলাম মিঠু, জগতবেড়ে মোঃ নবিবর রহমান। সদর উপজেলার কুলাঘাটে মোঃ শাহজাহান আলী সরকার। হাতীবান্ধা উপজেলার গোতামারীতে মোঃ আবুল কাশেম। সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে মোঃ আব্দুর রশিদ। সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলার মোঃ মিরাজুল ইসলাম। গাবতলী উপজেলার সোনারায়ে মোঃ রফিকুল ইসলাম। জয়পুরহাট সদরের ভাদসায় মোঃ ছরোয়ার হোসেন। বাঘমারা উপজেলার গোবিন্দপাড়ায় মোঃ আল মামুন প্রামাণিক, নরদাশে গোলাম শফি কামাল বাবুল, দ্বীপপুুরে শ্রী বিকাশ চন্দ্র ভৌমিক, বড়বিহানালীতে মোঃ রেজাউল করিম রেজা, আউচপাড়ার সরদার জান মোহাম্মদ, শ্রীপুরে মোঃ মকবুল হোসেন মৃধা, বাসুপাড়ার মোঃ লুৎফর রহমান প্রাং, কাচারী কোয়ালীপাড়ায় মোঃ আয়েন উদ্দীন, শুভডাঙ্গায় মোঃ আঃ হাকিম, মাড়িয়ায় মোঃ আসলাম আলী আসকান, গণিপুরে এস এম এনামুল হক, ঝিকরায় মোঃ আব্দুল হামিদ, গোয়ালকান্দিতে আলমগীর সরকার, হামিরকুৎসায় মোসাঃ শাফিনুর নাহার, যোগীপাড়ায় মোস্তফা কামাল, সোনাডাংগায় মোঃ আজাহারুল হক। চৌগাছা উপজেলার পাশাপোলে মোঃ ওবাইদুল ইসলাম। কালিগঞ্জ উপজেলার সিমলা রোকনপুরে মোঃ নাছির উদ্দীন, রায়গ্রামে মোঃ আলী হোসেন। মেহেরপুর সদরের আমদহে মোহাঃ আবু বকর। ভোলা সদরের ভেলুমিয়ায় মোঃ আবদুছ সালাম। মুলাদীর বাটামারায় মোঃ শহিদুল ইসলাম সিকদার। হিজলার হিজলা-গৌরবদীতে মোঃ নজরুল ইসলাম। ইটনার ইটনায় মোঃ উমর ফারুক। ভেদরগঞ্জের নারায়ণপুরে মোঃ নাজিম উদ্দিন তালুকদার। গোসাইরহাট কুচাইপট্টিতে মোঃ আবুল বাসার, আলাউলপুরে মোঃ আমজাদ হোসেন বেপারী। কালুখালীর বোয়ালিয়ায় মোছাঃ হালিমা বেগম। মানিকগঞ্জ সদরের জাগীরে মোঃ জাকির হোসেন, গড়পাড়ায় আফছার উদ্দিন সরকার। নান্দাইলের বেতাগৈরে আব্দুল মতিন। ভালুকার হবিবরবাড়ীতে মোঃ তোফায়েল আহাম্মেদ। দোয়ারাবাজারের নরসিংহপুরে মোঃ নূরুদ্দীন। বাঞ্ছারামপুরের উজানচরে (পূর্ব) কাজী জাদিদ-আল-রহমান, বাঞ্ছারামপুরে (উত্তর) আব্দুর রহিম। চাঁদপুর সদরের বালিয়ায় মোঃ তাজুল ইসলাম। পরশুরামের মির্জানগরে মোঃ নুরুজ্জামান, চিথিলায় জসিম উদ্দিন, বক্সমাহমুদে মোঃ জাকির হোসেন চৌধুরী। ফুলগাজীর ফুলগাজীতে নূরুল ইসলাম, মুন্সিরহাটে নুরুল আমিন ভুঁইয়া, দরবারপুরে নিজাম উদ্দিন মজুমদার, আনন্দপুরে মোঃ হারুন মজুমদার, জিএম হাটে মোঃ মজিবুল হক, আমজাদহাটে মীর হোসেন। গুইমারার গুইমারায় মেমং মারমা, হাফছড়িতে চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়িতে সুইনুপ্রু চৌধুরী। নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়িতে তসলিম ইকবাল চৌধুরী।
×