ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেরির তলা ফুটো, চালকের বুদ্ধিতে রক্ষা

প্রকাশিত: ০৯:১৩, ৫ অক্টোবর ২০১৬

ফেরির তলা ফুটো, চালকের বুদ্ধিতে রক্ষা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে একটি ফেরির তলা ফুটো হয়ে গেছে। এতে ফেরিটি ডুবতে শুরু করলে চালক বুদ্ধিমত্তার সঙ্গে ফেরিটি পাশে একটি ডুবোচরে তুলে দেন। ফেরিটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেলেও রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। শিমুলিয়া বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, কাওড়াকান্দি ঘাট থেকে ১০টি পণ্যবাহী ট্রাক ও ৪টি পিকাপ নিয়ে যমুনা নামের ডাম্প ফেরিটি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে এসে মুন্সীগঞ্জের পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টের কাছে পৌঁছলে সরু চ্যানেলের ড্রেজিং পাইপের সঙ্গে ধাক্কা লেগে এর এক পাশের তলা ফেটে যায়। এ সময় ফেরিটিতে দ্রুত পানি উঠতে থাকলে চালক ফেরিটি কাছের একটি ডুবোচরে তুলে দিয়ে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। ফেরিতে থাকা ৪টি পাম্প দিয়ে পানি সেচে ফেরিটি উদ্ধারের কাজ চলছে। তবে ফেরিতে কোন যাত্রীবাহী যানবাহন নেই, তাই ফেরিটির ফুটো হওয়া অংশে সিমেন্ট দিয়ে জোড়াতালি দিয়ে নিরাপদে ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
×