ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রসমাজের শিক্ষার মান নিয়ে আমি উদ্বিগ্ন ॥ এরশাদ

প্রকাশিত: ০৯:১২, ৫ অক্টোবর ২০১৬

ছাত্রসমাজের শিক্ষার মান নিয়ে আমি উদ্বিগ্ন ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ অক্টোবর ॥ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। আমাদের বর্তমান ছাত্রসমাজের শিক্ষার মান নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ তাদের বেশিরভাগ ছাত্রছাত্রী নিজেদের অস্তিত্ব, দেশ, সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য-ইতিহাস সম্পর্কে জানে না। তারা এ-প্লাস পাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। আমরা এই শিক্ষায় শিক্ষিত হতে চাই না। আমরা চাই আমাদের সন্তানরা আগামী দিনের সুনাগরিক হবে। মানবিক মূল্যবোধে প্রকৃত মানুষ হবে। আর এ দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। তিনি মঙ্গলবার শেষ বিকেলে রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের নানা বিষয় উল্লেখ করে বলেন, আমি অবাক হই আমাদের এ-প্লাস পাওয়া একজন এসএসসি শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছিলাম দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ও জাতীয় স্মৃতিসৌধ কি সে সম্পর্কে বলতে পারেনি। এখন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ হচ্ছে না। ঢাকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই। আমাদের বর্তমান প্রজন্ম এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার। সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে এক ছাত্রীকে ছাত্রনেতা নামধারী সন্ত্রাসী কুপিয়ে জখম করেছে। প্রকাশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের দ্বন্দ্বের কারণে নিরীহ শিক্ষার্থী খুন, ঢাকাসহ সারাদেশের যে সামাজিক অবক্ষয়, নারীর প্রতি সহিংসতা, সন্ত্রাস তার বেশিরভাগ অংশজুড়ে আছে আজকের শিক্ষার্থীরা, তরুণ-যুবসমাজ। আমাদের এখনই সচেতন হতে হবে। সামাজিক অবক্ষয় থেকে আমাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে হবে। কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু, জাপা জেলা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, কলেজের প্রভাষক মোজাফ্ফ্র হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।
×