ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনভিত্তিক গণমাধ্যমকে নিবন্ধন হতে হবে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০২, ৫ অক্টোবর ২০১৬

অনলাইনভিত্তিক গণমাধ্যমকে নিবন্ধন হতে হবে ॥ তথ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে অনলাইনভিত্তিক পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই। তবে অনলাইনভিত্তিক সব গণমাধ্যমকে বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের আওতায় আসবে। এতে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরজাহান বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারী ব্যবস্থাপনায় ৩টি এবং বেসরকারী ব্যবস্থাপনায় অনুমোদনপ্রাপ্ত ৪১টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ২৬টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। ১৩টি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। ২টি চ্যানেলের সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।
×