ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিনতলা ভবন তলিয়ে গেছে কাপ্তাই হ্রদে

প্রকাশিত: ০৮:৫৮, ৫ অক্টোবর ২০১৬

তিনতলা ভবন তলিয়ে গেছে কাপ্তাই হ্রদে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৪ অক্টোবর ॥ রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজারে একটি তিনতলা ভবন কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে। ধসেপড়া ভবন থেকে এ পর্যন্ত দুটি শিশুসহ ৪ জনের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। উদ্ধাকৃতরা হলো জাহেদ ড্রাইভার (৪০), তার ছোট মেয়ে পিংকি (১১), ব্যবসায়ী রফিকের গৃহ শিক্ষিকা উম্মে হাবিবা (১৮) ও সামাদুল (৭)। সাজেল (৯) নামে আরও একটি শিশু রয়েছে বলে ওই ভবন থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীর জানান। ভবনটি ধসেপড়ার সময় উম্মে হাবিবা এই শিশুদের পড়াচ্ছিলেন। এই ভবনে চারটি পরিবার বসবাস করত। এরা হলো জাহেদ, জাঙ্গীর, মান্নান ও রফিকের পরিবার। এই চার পরিবারের ১৯ জন ওই ভবনে বসবাস করত। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্য ২ সদস্য হলেন পিডিবির নির্বাহী প্রকৌশলী ও রাঙ্গামাটি পৌরসভার একজন সদস্য। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।
×