ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহিয়ান দ্বীপ

পাদপ্রদীপের আলোয় কেভিতোভা

প্রকাশিত: ০৬:৩১, ৫ অক্টোবর ২০১৬

পাদপ্রদীপের আলোয় কেভিতোভা

দুটি গ্র্যান্ডসøাম জিতেছেন পেত্রা কেভিতোভা। দুটিই আবার উইম্বলডনে। ২০১১ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের পর ২০১৪ সালে দ্বিতীয়টি। এরপর আর বড় কোন শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। শুধু তাই নয়, গত এক বছরেরও বেশি সময় কোন ট্রফিই জিততে পারেননি চেকপ্রজাতন্ত্রের এই টেনিস তারকা। তবে দমে যাননি পেত্রা কেভিতোভা। গত সপ্তাহে উহান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে আবারও পাদপ্রদীপের আলোয় ওঠে এলেন তিনি। দীর্ঘদিন ধরেই চোট আর নিষ্প্রভ ছিলেন পেত্রা কেভিতোভা। কিন্তু তারপরও হতাশায় ভেঙ্গে পড়েননি তিনি। যেন তারই ফল পেলেন ২৬ বছর বয়সী পেত্রা কেভিতোভা। দীর্ঘ ১৩ মাস পর প্রথম কোন ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি। শনিবার উহান ওপেনের ফাইনালে সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে পরাজয়ের স্বাদ উহার দেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা শিরোপা জয়ের লড়াইয়ে ৬-১ এবং ৬-১ সেটে পরাজিত করেন টুর্নামেন্টের দশম বাছাই ডোমিনিকা সিবুলকোভাকে। সেসঙ্গে উহান ওপেনের দ্বিতীয় শিরোপা নিজের শোকেসে তুলে নিলেন কেভিতোভা। ছয় দিনের টুর্নামেন্ট উহান ওপেন। ছয় দিনে ছয় ম্যাচ জিতেন তিনি। এক সপ্তাহের মধ্যেই হারিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই থেকে শুরু করে পাঁচ, ১২ এবং ১৩ নাম্বারের তারকাকে। এমন পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট কেভিতোভা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা বলেন, ‘কিছুটা ক্লান্তি অনুভব করছি। তবে যেভাবে আমি খেলেছি এবং পুরো সপ্তাহটা নিয়ন্ত্রণ করেছি তাতে দারুণ খুশি। তৃতীয় রাউন্ডে এ্যাঞ্জির (এ্যাঞ্জেলিক কারবার) বিপক্ষে কঠিন ম্যাচের পর শারীরিকভাবে ক্লান্ত অনুভব করি। তবে সেই ম্যাচ জয়ের পরই বুঝতে পারি যে এখনও আমার দিনে যে কোন প্রতিপক্ষকেই হারাতে পারি।’ পাঁচ বছর আগে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান পেত্রা কেভিতোভা। দীর্ঘ তিন বছরের বিরতি শেষে জিতেন ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা। সে বছরই উহান ওপেনের প্রথম ট্রফি নিজের শোকেসে তুলেন তিনি। ২০১৪ সালের পর থেকে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ছয় ফুট উচ্চতার এই চেক তারকা। নিষ্প্রভ পারফর্মেন্সের পাশাপাশি তার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় চোট। তবে ইনজুরি থেকে মুক্ত হয়ে উহান ওপেনে আসল কেভিতোভাকেই দেখতে পেল টেনিস বিশ্ব। এতে দারুণ রোমাঞ্চিত টুর্নামেন্টের ১৪তম বাছাই। উহানে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে পেরে আবেগাপ্লুতও ১৮টি ডব্লিউটিএ ট্রফি জয়ের মালিক। এ প্রসঙ্গে কেভিতোভা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘উহান অবশ্যই আমার প্রিয় শহর। এখানকার সমর্থকরাও অসাধারণ। এখানে আমার দুর্দান্ত কিছু ম্যাচ খেলার স্মৃতি রয়েছে। চ্যাম্পিয়ন হয়ে এখানে আবারও শিরোপা উঁচিয়ে ধরতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’ উহান ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলার পর পেত্রা কেভিতোভার চোখ এখন চীনা ওপেনে। সব মনোযোগ এখন এই টুর্নামেন্টেই দিতে চান তিনি। কেননা উহানের পর চীনা ওপেনে ভাল করতে পারলেই যে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই কোর্টে নামবেন তিনি। মৌসুমের শেষ মুহূর্তে সব টেনিস তারকারাই ক্লান্ত থাকেন। কেভিতোভাও তার ব্যতিক্রম নন। কিন্তু তারপরও এশিয়াতে বিশেষ করে চীনে সফল হলেন চেক তারকা! এর রহস্য কেভিতোভা নিজেও জানেন না। তার মতে, ‘আমেরিকা সফর শেষ করে এসে সকলেই ক্লান্ত থাকেন। আমিও খুব ক্লান্তি থাকি। এরপর আমাদের আর কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট নেই। কিন্তু চীনা ওপেন এবং ডব্লিউটিএ ফাইনালস অনেক বড় টুর্নামেন্ট। প্রকৃতপক্ষে আমি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করি। এর কারণ জানি না। কিন্তু এই টুর্নামেন্টের দারুণ স্মৃতি রয়েছে। যা আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। যা আমাকে সবসময়ই বেশি কিছু দিতে উৎসাহিত করে।’ আগামী ২৩ অক্টোবর থেকে সিঙ্গাপুরে শুরু হবে ডব্লিউটিএ ফাইনালস। টেনিসের শীর্ষ তারকারাই অংশগ্রহণ করবেন সেখানে। চোটের কারণে উহান এবং চীনা ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন সেরেনা উইলিয়ামস। তবে ডব্লিউটিএ ফাইনালসে খেলবেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সেরেনা। তার কাছ থেকে টেনিসের নাম্বার ওয়ান স্থানটি দখল করে নেন এ্যাঞ্জেলিক কারবার। উহান ওপেনে কারবার খুব ভাল করতে পারেননি। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি। পেত্রা কেভিতোভার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার।
×