ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাদশে থাকবেন ইমরুল

প্রকাশিত: ০৬:২৯, ৫ অক্টোবর ২০১৬

একাদশে থাকবেন ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ইমরুল কায়েস। ওপেনিংয়ে খেলার দাবিদার হয়ে গেছেন। ৯১ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১২১ রান করেছেন। তার এ নৈপুণ্যে তিন শ’ রানের বেশিও করতে পেরেছে বিসিবি একাদশ। এমন ইনিংস খেলার পর কি আর একাদশে না থাকেন ইমরুল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাই ইঙ্গিতই দিয়ে দিলেন একাদশে খেলা নিশ্চিত হয়ে গেছে ইমরুলের। নান্নু বলেছেন, ‘অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের এমন প্রত্যাশা ছিল না যে এই রকম ফাস্ট বোলারের বিপক্ষে এতো ভাল ব্যাটিং করবে। সত্যি বলতে দেখার মতো ব্যাটিং করেছে। অনেকদিন মনে রাখার মতো একটি ইনিংস খেলেছে। আমার মনে হয় এই ইনিংসটা সামনের দিকে ওকে ভাল খেলার জন্য যথেষ্ট সাহায্য করবে।’ সঙ্গে যোগ করেন, ‘নিয়মিত উন্নতির মধ্যে আছে। অনুশীলন করে যাচ্ছে। ও আমাদের টেস্টে একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ওয়ানডেতে নিয়মিত ভাল খেলা একটা বড় ব্যাপার। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলেছে। পরের দুটি খেলতে পারেনি। তো প্রস্তুতি ম্যাচে এই ইনিংসটায় ভাল খেলায় আমি আশা করছি ৭ তারিখে (ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে) মূল একাদশে থাকবে।’ লোধা-বিসিসিআই দ্বন্দ্ব চরমে স্পোর্টস রিপোর্টার ॥ লোধা কমিশন কর্তৃক ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে দেয়ার গুজবে মঙ্গলবার দিনভর ভারতীয় ক্রিকেটে তোলপাড় বয়ে যায়। হুমকির মুখে পড়ে চলমান ভারত-নিউজিল্যান্ড সিরিজ! যদিও কমিশনের পক্ষ থেকে সন্ধ্যায় সেটি অস্বীকার করা হয়েছে। জানা যায়, মহারাষ্ট্র ও ইয়েস ব্যাঙ্কে কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিসিসিআইয়ের হিসাব বন্ধের নির্দেশ দেয়া হয়। সংগঠনটির ৮০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটে। মূলত ভারতের সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে করা কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার কারণেই দুপক্ষের দ্বন্দ্বের সূত্রপাত। এ্যাকাউন্ট ফ্রিজ হলে খেলা চলবে কি করে? ক্রিকেটারদের বেতন-ভাতাসহ দৈনন্দিন খরচের বিষয় রয়েছে। এই অবস্থায় শনিবার ইন্দোরে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট বন্ধ হয়ে যেতে পরে বলে শঙ্কা প্রকাশ করে বিসিসিআই। যদিও পরে কমিশনের প্রধান বিচারপতি লোধা জানিয়েছেন ঘটনা সত্যি নয়, আমরা বিসিসিআইর একাউন্ট ফ্রিজ করতে বলিনি। কেবল নির্দেশ দিয়েছি, বোর্ড যেন এ্যাসোসিয়েশনগুলোকে (রাজ্য) ফান্ড না দেয়।
×