ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিবি সভাপতির দাবি সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৮, ৫ অক্টোবর ২০১৬

বিসিবি সভাপতির দাবি সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন নিয়মে আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে খেলেছে ১৪টি দেশ। তবে ২০১৯ বিশ্বকাপে অংশ নেবে মাত্র ১০ দল। এর মধ্যে স্বাগতিক ইংল্যান্ড সরাসরি এবং ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৭ দল সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বাছাই পর্ব খেলে তবেই বাকি দুটি দল নিশ্চিত হবে। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল আছে ৭ নম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন সরাসরিই বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফাইড হয়ে গেছে বাংলাদেশ দল। এটি নিয়ে ক্রিকেট মহলে তুমুল আলোচনার পর ফতুল্লায় ইংল্যান্ড-বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচ চলাকালে তিনি জানালেন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে পারফর্মেন্স সেটা ধরে রাখার ওপর। খুব অস্বাভাবিক কিছু না ঘটলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে র‌্যাঙ্কিংয়ের আর নিচে নামার সুযোগ নেই বাংলাদেশের এমন দাবিও করলেন তিনি। চলতি বছর মাত্র ৩ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আফগানদের বিরুদ্ধে এক ম্যাচ হেরে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে স্বাগতিকরা। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকলেও ভয় আছে নেমে যাওয়ার। কারণ টানা সাড়ে দশ মাস ওয়ানডে না খেলা দলটির এফটিপি অনুসারে আসন্ন সিরিজ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আর এফটিপির বাইরে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জুনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ আছে। এর মধ্যে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে আইরিশ ও পাকরা, তাদের কাছে হেরে গেলে অনেক বেশি রেটিং পয়েন্ট খোয়াতে হবে। তবে বাকি দলগুলোর বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতলেই বাংলাদেশ আবার বেশকিছু পয়েন্ট অর্জন করবে যেটা বরং বর্তমানে অর্জিত রেটিংয়ের চেয়ে বেড়ে যাবে। গত দেড় বছরে বাংলাদেশ দল যে নৈপুণ্য দেখিয়েছে সেই ধারাবাহিকতা রাখতে পারলে বাংলাদেশ কোনভাবেই র‌্যাঙ্কিংয়ে নিচে নামবে না বরং ওপরের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। এমন বিশ্বাস থেকেই বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আপনাদের অনেক আগেই বলেছি বাংলাদেশ এখন ৫ নাম্বারে। ৫ নাম্বারে মানে আমরা আইসিসির সঙ্গে বসে নিজেরা যে হিসেব করে র‌্যাঙ্কিং করেছি সেটা। কোয়ালিফিকেশনের জন্য যখন পয়েন্ট কাটআউট হবে তখনও আমাদের নিচে যাওয়ার কোন সুযোগ নেই। আমি যা বলছি সেটা কারেন্ট এফটিপির মধ্যে। তবে এর বাইরে যদি আমরা খুব খারাপ খেলতে থাকি এবং সব ম্যাচ হারতে থাকি তাহলে আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ব অবশ্যই। কিন্তু আমার দৃঢ বিশ্বাস এরকম কোন কিছু হবে না।’
×