ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

লোকসাহিত্য পুরস্কার পেলেন প্রবাসী কবি সুব্রত গোমেজ

প্রকাশিত: ০৫:৫৬, ৫ অক্টোবর ২০১৬

লোকসাহিত্য পুরস্কার পেলেন প্রবাসী কবি সুব্রত গোমেজ

স্টাফ রিপোর্টার ॥ লিটল ম্যাগাজিন লোক প্রবর্তিত ২০১৫ সালের লোকসাহিত্য পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী কবি সুব্রত অগাস্টিন গোমেজ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুব্রত অগাস্টিন গোমেজের অনুপস্থিতিতে পুরস্কার তুলে দেয়া হয় তাঁর প্রতিনিধির হাতে। পুরস্কারের অর্থমূল্য হিসেবে পঞ্চাশ হাজার টাকা, স্মারক ও সনদপত্র তুলে দেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে কবির পুরস্কার প্রাপ্তির অনুভূতি তাঁর পাঠানো ভিডিও বক্তৃতা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপিত হয়। এ অনুষ্ঠানে ২০১৬ সালের জন্য যৌথভাবে লোকসাহিত্য পুরস্কারে মনোনীত দুই কবির নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন কবি আহমেদ স্বপন মাহমুদ ও কবি মোস্তাক আহমাদ দীন। সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। পরিবেশনায় অংশ নেয় আনন্দন সংস্কৃতি বিকাশ কেন্দ্রের শিল্পীবৃন্দ। সুরের মূর্ছনায় তিন শিল্পীর কণ্ঠে গীত হয়- নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা, তোমরা যা বলো তাই বলো, রুমঝুম কে বাজায়সহ বেশ কয়েকটি গান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। সভাপতিত্ব করেন ২০১৪ সালে লোকসাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি কামরুজ্জামান কামু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি সৈয়দ তারিক ও কবি শামসেত তাবরেজী। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক কাজল বন্দ্যোপাধ্যায়, কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু, কবি শহীদুল রিপন ও রাশেদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন লোকের সম্পাদক অনিকেত শামীম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাকিরা পারভীন। বক্তারা বলেন, সাহিত্যের ক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন পুরস্কার রয়েছে। তবে লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে কোন পুরস্কার ছিল না। তাই লোক প্রবর্তিত এই পুরস্কারটির বিশেষত্ব আছে। এর মাধ্যমে নবীন ও নিরীক্ষাপ্রবণ লেখকদের মূল্যায়ন করা হয়, যা সামগ্রিক সাহিত্যের জন্যই গুরুত্বপূর্ণ। দুই বাংলাদেশীর আগা খান স্থাপত্য পুরস্কার প্রাপ্তি ॥ আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই স্থপতি মেরিনা তাবাসসুম ও কাশেফ মাহবুব চৌধুরী। মেরিনা তাবাসসুম ঢাকার বায়তুর রউফ মসজিদ এবং কাশেফ মাহবুব চৌধুরী গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের স্থাপত্য নক্সার জন্য এই পুরস্কার অর্জন করেছেন। আগামী নবেম্বরে আরব আমিরাতের আবু ধাবির ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আল জাহিলি ফোর্টে অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিনিধিরা। মঙ্গলবার গুলশানের ইজ গ্যালারিতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আগা খান স্থাপত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মুনির এম মুরালির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ। এতে জানানো হয়, বিশ্বের ৩৪৮টি স্থাপত্যকর্ম থেকে বিচারকদের বাছাইকৃত ১৯টি স্থাপনা থেকে সেরা ছয়জনকে নির্বাচন করে আয়োজক সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বাংলাদেশের দুই স্থপতির পাশাপাশি চীনের বেজিংয়ের হুটং চিলড্রেনস লাইব্রেরি এ্যান্ড আর্ট সেন্টারের জন্য ঝাং কে, ডেনমার্কের কোপেনহেগেনের সুপারকিলেনের জন্য বার্কে ইঙ্গেলস গ্রুপ, ইরানের তেহরানের তবিয়ত পেডেস্ট্রিয়ান ব্রিজের জন্য যৌথভাবে লেইলা আরাগিনা ও আলিরেজা ব্জোদি এবং লেবাননের বৈরুতে ইসাম ফারেস ইনস্টিটিউটের জন্য জাহা হাদিদ আর্কিটেক্টস এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারের অর্থ হিসেবে ১০ লাখ মার্কিন ডলার ছয় বিজয়ীদের মধ্যে ভাগ করে দেয়া হবে। গুগলের প্রথম অফিসিয়াল পার্টনার জি-সিরিজ ॥ সম্প্রতি বাংলাদেশে গুগলের প্রথম অফিসিয়াল বিনোদন পার্টনার হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। এ সুবাদে এদেশের যে কোন গান, নাটক ও চলচ্চিত্র আন্তর্জাতিক কপিরাইটের আওতায় আসবে এবং গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, নির্মাতা, লেখক ও প্রতিষ্ঠানের কপিরাইট সংরক্ষিত হবে। শিশু দিবসের অনুষ্ঠানের সমাপ্তি আজ ॥ ‘থাকবে শিশু সবার মাঝে ভালো/দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় এ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। আজ বুধবার সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপ্তি টানা হবে।
×