ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ হাজার বছর আগেও এয়ারপোর্ট ছিল!

প্রকাশিত: ০৫:৫১, ৫ অক্টোবর ২০১৬

৭ হাজার বছর আগেও এয়ারপোর্ট ছিল!

আজ থেকে ৭ হাজার বছর আগে পৃথিবীতে এয়ারপোর্টের অস্তিত্ব ছিল। ইরাকে বিলুপ্ত হওয়া সুমেরীয় সভ্যতার লোকেরা দেশটির দক্ষিণের জুআর শহরে এই এয়ারপোর্ট তৈরি করেছিল। কিন্তু এখন আর সেই এয়ারপোর্টের অস্তিত্ব নেই। ইরাকের পরিবহনমন্ত্রী খাজেম ফিনজান এই দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন, পৃথিবীর অন্যতম প্রাচীন সুমেরিয়ান সভ্যতার লোকেরা মহাকাশযানে চড়ে সৌরজগতের দূরতম গ্রহ প্লুটোও ভ্রমণ করে। রবিবার ইরাকের দক্ষিণাঞ্চলে একটি আধুনিক এয়ারপোর্টের ভিত্তিস্থাপনের পর এই তথ্য জানান তিনি। এ সময় ইরাকের পরিবহনমন্ত্রী এক রুশ ঐতিহাসিকের একটি গবেষণার দিকে ইঙ্গিত করেন। স্যামুয়েল ক্র্যামার নামের এই রুশ গবেষক সুমেরু সভ্যতা নিয়ে গবেষণা করছেন। সুমেরীয় সভ্যতার নানা দিক নিয়ে এই ঐতিহাসিকের একটি বই রয়েছে। বইটির নাম ‘হিস্ট্রি বিগিন্স এ্যাট সুমের’। ইরাকের পরিবহনমন্ত্রী আরও দাবি করেন সুমেরিয়ানরা মহাকাশ, ভূতল, নক্ষত্র ও গ্রহ নিয়ে গবেষণা চালাত। -ইন্ডিপেন্ডেন্ট ও আল এ্যারাবিয়া অবলম্বনে
×