ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সফররত ইংলিশ ক্রিকেটারদের বিশ্বমানের নিরাপত্তা দেবে পুলিশ

প্রকাশিত: ০৫:৫০, ৫ অক্টোবর ২০১৬

সফররত ইংলিশ ক্রিকেটারদের বিশ্বমানের নিরাপত্তা দেবে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সফররত ইংলিশ ক্রিকেটারদের বিশ্বমানের নিরাপত্তা দেবে পুলিশ। খেলার মাঠ ছাড়াও ক্রিকেটাররা যেখানেই যাবেন সেখানেই থাকবে সার্বিক নিরাপত্তা। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের জানানো হয় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যেখানে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর নিরাপত্তা নিয়ে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ম্যাচের সময় খেলোয়াড়দের বিশ্বমানের নজিরবিহীন নিরাপত্তা দেয়া হবে। হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেলে যাওয়ার সময় খেলোয়াড়দের ভিভিআইপি রোড প্রোটেকশন দেয়া হবে। সে সময় স্টেডিয়াম থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সব ধরনের দোকান বন্ধ থাকবে। পুরো মাঠে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। ভেতর থাকবে ভেন্যু অপারেশন সেন্টার। কোন রকমের দাহ্য পদার্থ, ব্যাগ ও ছুরি নিয়ে মাঠের ভেতর প্রবেশ করতে দেয়া হবে না। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে আসা প্রতিনিধি দলের কথা অনুযায়ী নিরাপত্তা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
×