ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তোলা ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৮, ৫ অক্টোবর ২০১৬

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তোলা ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক একথা সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী এ আদেশ মানা হয় না। অনেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না কখনোই। এমন নানা অভিযোগের প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ঢাকা কলেজে দৈনন্দিন শিক্ষা কার্যক্রম শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মোল্লা প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পরপরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম শুরু করবে। তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি কখনও চায়নি আমাদের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানুক। একাত্তরের পরাজিত শক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে। এ অশুভ শক্তিই শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে জঙ্গীবাদে ঠেলে দিচ্ছে। তাই জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ সব অপশক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত করতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে শহীদ দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবস, বিজয় দিবস ইত্যাদি জাতীয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না রেখে সঙ্গতিপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। নিজস্ব সংস্কৃতি ও চেতনায় উজ্জীবিত করার মাধ্যমে তরুণদের জঙ্গীবাদের ছোবল থেকে রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
×