ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বদরুলের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই

প্রকাশিত: ০৫:৪৭, ৫ অক্টোবর ২০১৬

বদরুলের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কারও ব্যক্তিগত অপকর্মের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ কখনও নেবে না। সিলেটের এমসি কলেজে খাদিজা আক্তার নারগিসের ওপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার শাহজাদা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে সংঘটিত সন্ত্রাসী ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত ব্যথিত এবং এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এই নৃশংস সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত এবং আটক বদরুল আলমের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমানে কোন ধরনের সম্পর্ক নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সন্ত্রাসী বদরুল আলম শিক্ষক হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত। বাংলাদেশ ছাত্রলীগ গঠনতন্ত্র মোতাবেক শুধু নিয়মিত ছাত্ররাই সংগঠনের সদস্য হিসেবে সক্রিয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, কোন চাকরিজীবী পারে না। সাংগঠনিক নিয়মেই কর্মক্ষেত্রে যোগদানের সঙ্গে সঙ্গেই তার সদস্যপদ বাতিল বলে গণ্য হয়। সিলেট এমসি কলেজে সংঘটিত সন্ত্রাসী কর্মকা- একান্তই বদরুল আলমের ব্যক্তিগত নৃশংসতা। তার ব্যক্তিগত অপকর্মের দায়ভার কোনভাবেই বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে না। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বদরুল আলম বর্তমানে ছাত্রলীগের সঙ্গে সম্পর্কহীন এবং অন্য একটি পেশায় কর্মরত, সন্ত্রাসী বদরুল আলমের ব্যক্তিগত অপকর্মের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগকে না জড়ানোর বা ছাত্রলীগের নাম না ব্যবহার করার জন্য গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত খাদিজা আক্তার নারগিস ও তার পরিবারের এই দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সর্বক্ষণিক পাশে আছে ও থাকবে। এতে সন্ত্রাসী বদরুল আলমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানায় ছাত্রলীগ।
×