ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাক-ভারত ফের গুলিবিনিময়, উত্তেজনা অব্যাহত

প্রকাশিত: ০৫:৪৭, ৫ অক্টোবর ২০১৬

পাক-ভারত ফের গুলিবিনিময়, উত্তেজনা অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দু’পাশ থেকে দুপক্ষের মধ্যে ফের গোলাগুলির ঘটনায় পাক-ভারত সীমান্তে সৃষ্ট উত্তেজনা অব্যাহত আছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে কাশ্মীরের ভিমবার সেক্টরে দু’পক্ষের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটে। খবর দ্য ডন ও বিবিসির। পাক সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বাহিনী ‘বিনা উস্কানিতে’ গুলিবর্ষণ করায় নিয়ন্ত্রণ রেখার ভিমবার সেক্টরে দু’পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে গুলিবিনিময় হয়েছে। আরও বলা হয়েছে, ভিমবার সেক্টরের বাঘসার, ব্রহ ও খাঞ্জার এলাকায় বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর চালানো গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। তবে দুই ঘণ্টা ধরে গুলিবিনিময় হলেও এতে দু’পক্ষের কেউ হতাহত হয়নি। সোমবারও নিয়ন্ত্রণ রেখার আজাদ কাশ্মীর অংশের তিনটি সেক্টর নেজাপির, কাইলের ও ইফতিখারাবাদে দু’পক্ষের মধ্যে পৃথক তিনটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে ভারতীয় সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে চালানো বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়।
×