ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস সম্মেলন শুরু

২০২১ সালে ইন্টারনেট ব্যবহার ৫০ শতাংশ বৃদ্ধি পাবে

প্রকাশিত: ০৪:৪৫, ৫ অক্টোবর ২০১৬

২০২১ সালে ইন্টারনেট ব্যবহার ৫০ শতাংশ বৃদ্ধি পাবে

স্টাফ রিপোর্টার॥ ব্যবসা-বাণিজ্যের প্রসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক পর্যায়ে মোবাইল ফোনে আর্থিক সেবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর উদ্যোগ নিতে এ অঞ্চলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে সপ্তদশ সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিলের (এসএটিআরসি) তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তিতে এমএফএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সাড়ে তিন কোটির বেশি এমএফএস এ্যাকাউন্ট রয়েছে এবং এ মাধ্যমে প্রতি মাসে ৭-৮ শতাংশ লেনদেন বাড়ছে। অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পাঁচটি অপারেটর থ্রিজি সেবা দিচ্ছে। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি। এর মধ্যে ৩০ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহার করছে। তিনি বলেন, দেশে বর্তমানে ৩০-৩৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন, যেখানে ৫ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট। ২০১৮ সালে ৪৫ শতাংশ এবং ২০২১ সালে ইন্টারনেটের ব্যবহার ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করেন মন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি এবং টেলিকম খাত ব্যবহার করে ২০২১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যেতে চায়। টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে মোট জিডিপি বাড়বে বলে জানান তিনি। দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ যেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান-প্রদানের মাধ্যমে তাদের বৈশ্বিক মানের জীবনমান উন্নয়ন করতে পারেন, সে বিষয়ে এ ফোরাম ভূমিকা রাখবে বলে আশা করেন আইনমন্ত্রী। এসএটিআরসির বর্তমান চেয়ারম্যান ও ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান আর এস শর্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব এরিওয়ান হাওরাংসি বক্তব্য রাখেন।
×