ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:৪৪, ৫ অক্টোবর ২০১৬

ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন

মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ২১ লাখ ৯৬ হাজার ৩৮৪ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ১০ লাখ ১৭ হাজার ৬০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৩ লাখ টাকা। প্রাইম ইন্স্যুরেন্স ৫ লাখ ৯২ হাজার ১৯১ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা। এমজেএলবিডি ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৯২ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রিড ও স্কয়ার ফার্মা। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল লাইফ উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্তি বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, উদ্যোক্তা মোস্তাফিজুর রহমানের কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১৮ হাজার ৪০৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৪০৪ টি শেয়ার বিক্রি করবেন তিনি। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×