ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সামিট পাওয়ারের মূলধন বাড়ানোর অনুমোদন

প্রকাশিত: ০৪:৪৪, ৫ অক্টোবর ২০১৬

সামিট পাওয়ারের মূলধন বাড়ানোর অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৮৪তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত ২৮ আগস্ট কোম্পানির মূলধন বাড়ানোর জন্য বিএসইসিতে আবেদন করে। সামিট পাওয়ার অভিহিত মূল্য ১০ টাকা দরে ১৯ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৫১৮ শেয়ার ইস্যু করে ১৯১ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ১৮০ টাকা মূলধন বাড়াতে চায়। ওই আবেদনের অনুমোদন দিল বিএসইসি। ক্যাপিটাল ইস্যু রুলস-২০০১ এর ৬ এর ‘এ’ ধারা অনুযায়ী, নতুন ইস্যু করা শেয়ারের ৫ শতাংশের উপরে থাকা পরিচালকদের শেয়ার ৩ বছরের জন্য লকইন থাকবে। বাকি সবার ১ বছরের জন্য লকইন থাকবে। গত ২৪ আগস্ট উভয় স্টক এক্সচেঞ্জ থেকে সামিট পূর্বাঞ্চলের শেয়ার তালিকাচ্যুত করা হয়। উল্লেখ্য, সামিট পাওয়ারের সঙ্গে এ গ্রুপের ৩ কোম্পানি একীভূতকরণ ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটিলতায় উভয় স্টক এক্সচেঞ্জে বন্ধ আছে কোম্পানির লেনদেন। জানা গেছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুসারে উচ্চ আদালতে ৩ কোম্পানিকে সামিট পাওয়ারের সঙ্গে একীভূতকরণের অনুমোদন চাওয়া হলে শর্তস্বাপেক্ষে গত ১৪ জুলাই সামিট গ্রুপের ৩ কোম্পানির একীভূতকরণের চূড়ান্ত অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ। এর আগে বিধি মোতাবেক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিরও অনুমোদন নেয় কোম্পানি দুটি। সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯ শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮ এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫ শেয়ার দেয়া হয়। আগের চেয়ে লভ্যাংশ ঘোষণা বেড়েছে আর্গনের অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে আর্গন ডেনিমস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এ সময়ের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে বস্ত্র খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ১৮ মাসে আর্গন ডেনিমসের ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৬ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ১০ পয়সা।
×