ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় কুর্দি বিয়েতে বোমা হামলায় নিহত ২০

প্রকাশিত: ০৪:৩০, ৫ অক্টোবর ২০১৬

সিরিয়ায় কুর্দি বিয়েতে বোমা হামলায় নিহত ২০

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকায় কুর্দিদের এক বিয়ের আসরে বোমা হামলায় বর ও এক কুর্দি নেতাসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। কুর্দি বেসামরিক বাহিনী ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের এ সংখ্যা জানালেও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিহতের সংখ্যা অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে। খবর এএফপির। সোমবার সন্ধ্যায় হাসাকা ও আরও উত্তর-পূর্বের কুর্দি নিয়ন্ত্রিত শহর কামিশলির মধ্যকার মহাসড়কের পাশের একটি হলে বোমা হামলাটি চালানো হয়। ওই হলেই বিয়ের অনুষ্ঠানটি চলছিল। পর্যবেক্ষকগোষ্ঠী অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে। নিহতদের মধ্যে বর ও কুর্দিদের প্রধান একটি দলের এক নেতা থাকার কথাও জানিয়েছে অবজারভেটরি। কুর্দি বেসামরিক বাহিনী ‘পিপলস প্রটেকশন ইউনিট’ (ওয়াইপিজি) এক বিবৃতিতে অন্তত ২০ জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানিয়েছে। দঃ চীন সাগরে ওশন পার্ক এবার চীন হাইনান প্রদেশে ওশন পার্ক নির্মাণ করতে যাচ্ছে। হাইনান বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। এ নিয়ে চীনের ওশন পার্কের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৪২-এ। ওশন পার্কে মেরু ভাল্লুক থেকে শুরু করে বিশাল হাঙ্গর, বেলুগা তিমি শোভা পায়। চীনে ওশন পার্ক শিল্প চাঙ্গা হচ্ছে। কিন্তু পশু অধিকারকর্মীরা পশু ও প্রাণীর ব›ীদদশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। -এনডিটিভি ময়লার গাড়ি থেকে চকোলেটের সুঘ্রাণ এখন থেকে ময়লা-আবর্জনার ট্রাকের দুর্গন্ধ এড়াতে এর আশপাশে থাকা গাড়িচালক ও পথচারীদের আর নাক-মুখ ঢাকতে হবে না। জাপানে নয়া পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এর ফলে ময়লার ট্রাকগুলো থেকে চকোলেটের সুঘ্রাণ পাওয়া যাবে। এজন্য গাড়ির লুব্রিক্যান্ট অয়েলের সঙ্গে ডিও-ম্যাজিক ডিওডোরাইজারের মিশ্রণ ঘটালে গাড়ির নির্গত ধোঁয়া থেকে চকোলেটের সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। -অডিটি সেন্ট্রাল
×