ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইকিলিকসের ১০ বছর ॥ সমালোচনা সত্ত্বেও কাজ অব্যাহত থাকবে

প্রকাশিত: ০৪:২৯, ৫ অক্টোবর ২০১৬

উইকিলিকসের ১০ বছর ॥ সমালোচনা সত্ত্বেও কাজ অব্যাহত থাকবে

অনলাইনে তথ্য ফাঁসের অগ্রগামী প্ল্যাটফর্ম হিসেবে অত্যন্ত গর্বের সঙ্গে মঙ্গলবার দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে উইকিলিকস এবং ব্যাপক সমালোচনা সত্ত্বেও এর কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংস্থাটির বিতর্কিত প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ। ২০০৬ সালে ‘উইকিলিকসডটওআরজি’ নামে ডোমেইন নিবন্ধনের স্মৃতিচারণ করে জার্মানির রাজধানী বার্লিনে পার্টি অনুষ্ঠিত হয়। জার্মানির সাপ্তাহিক পত্রিকা ডার স্পাইজেলকে রবিবার দেয়া এক সাক্ষাতকারে এ্যাসাঞ্জ বলেছেন, প্রতিকূল পরিস্থিতি আমাদের কষ্টসহিষ্ণু করে তুলেছে। আমরা যা বিশ্বাস করি, তাই আমরা করছি। উইকিলিকস প্রতিষ্ঠার ১০ বছর পর সাইটটি ক্রমবর্ধমান অভিযোগের সম্মুখীন হচ্ছে যে, এটি রাজনীতিকদের স্বার্থে ব্যবহৃত হচ্ছে অথবা রাশিয়ার সরবরাহকৃত নথি প্রকাশ করছে অথবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে কাজ করছে। এ্যাসাঞ্জ ওই সাক্ষাতকারে বলেন, আমাদের প্রকাশনায় আমরা সেন্সরিং শুরু করতে যাচ্ছি না, কারণ সামনেই মার্কিন নির্বাচন। গোপন তথ্য প্রকাশের ঘোষণা দিয়ে ২০০৭ সালের জানুয়ারিতে উইকিলিকসের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত সাইটটি এক কোটির বেশি নথি ফাঁস করেছে। কুখ্যাত কারাগার গুয়ানতানামো কারাগারের রক্ষীদের ম্যানুয়াল প্রকাশ করে বিশ্বের নজরে আসে ইউকিলিকস। তবে ২০১০ সালে সাইটটি সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ও বাগদাদে দুই সাংবাদিকসহ একদল নিরস্ত্র বেসামরিক নাগরিককে এক মার্কিন হেলিকপ্টার ক্রুর হত্যাযজ্ঞের ভিডিও প্রকাশ করে। একই বছর সাইটটি বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস থেকে পাঠানো কূটনৈতিক বার্তা ফাঁস করে দেয়, যা ছিল ওয়াশিংটনের জন্য ব্যাপক অস্বস্তিকর। -এএফপি
×