ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের চ্যারিটি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৪:২৯, ৫ অক্টোবর ২০১৬

ট্রাম্পের চ্যারিটি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ বন্ধের নির্দেশ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে সোমবার বড় ধরনের আঘাত এসেছে। কর্তৃপক্ষ তার চ্যারিটি ফাউন্ডেশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে তার ডেমোক্র্যাটিক পার্টির প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন তাকে অসাধু ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি ও বিবিসির। নিউইয়র্কের এ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান রিপাবলিকান প্রার্থীকে চ্যারিটি ফান্ডের অর্থ উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ কার্যক্রমের আইগতভাবে অনুমোদন নেই। কারণ অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এর রেজিস্ট্রেশন দেয়নি। ট্রাম্প সম্ভবত ১৮ বছর আয়কর পরিশোধ করেননি- এমন খবর প্রকাশিত হওয়ার পর রিপাবলিকান প্রার্থী আত্মপক্ষের সাফাই গাওয়ায় হিলারি তাকে ‘কারচুপি পদ্ধতি’র প্রতীক অভিহিত করে বলেন, ট্রাম্প এমনই একজন ব্যবসায়ী যিনি তার দেশের মানুষের কথা চিন্তা করেন না বলেই চলে। ডেমোক্র্যাটিক প্রার্থী ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে নির্বাচনী প্রচারকালে বলেন, ‘আমার ও আপনাদেরসহ যখন লাখ লাখ মার্কিন পরিবার নির্ধারিত দায়িত্ব পালনে কঠোর পরিশ্রম করছে তখন মনে হচ্ছে, ট্রাম্প আমাদের জাতির জন্য কিছুই করছেন না।
×