ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরীয় সঙ্কটের ‘রাজনৈতিক সমাধানের’ সম্ভাবনা ক্ষীণ

রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:২৯, ৫ অক্টোবর ২০১৬

রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ওবামা প্রশাসন সিরিয়ার ব্যর্থ অস্ত্র বিরতি নিয়ে রুশদের সঙ্গে আলোচনা ত্যাগ করেছে। এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মতবিরোধ আরও গভীর হলো। যুক্তরাষ্ট্র বলেছে, আলেপ্পো শহরে বোমাবর্ষণে রাশিয়া অংশ নেয়ার পর আলোচনা করার মতো আর কিছু থাকে না। রাশিয়া মার্কিন পদক্ষেপে দুঃখ প্রকাশ করে গত মাসের অস্ত্র বিরতি ভেঙ্গে পড়ার দোষ অন্যের ওপর চাপানোর দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। খবর বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের। মার্কিন সিদ্ধান্ত কোন অস্ত্র বিরতির সম্ভাবনা এখনকার মতো বিলীন করল এবং এ দীর্ঘ যুদ্ধকে এক বিপজ্জনক নতুন পথে ঠেলে দেয়ার হুমকি দিল। এ সিদ্ধান্ত বিরীয় সঙ্কটের রাজনৈতিক মীমাংসার আশাকেও সুদূরপরাহত করে তুলল। আলোচনার অবসান ওবামা প্রশাসনের ওপর সিরিয়া প্রশ্নে অন্যান্য উপায় নিয়ে ভাবনার দায়িত্ব অর্পণ করল। এদের মধ্যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের কাছে যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তাবও রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট মঙ্গলবার বলেন, সিরিয়ার ভেতর সহিংসতা হ্রাস করবে এমন কোন চুক্তিতে পৌঁছানোর চেষ্টার বিষয়ে আলোচনা করার মতো কোন কিছুই আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য নেই। আর এটি দুঃখজনক। হোয়াইট হাউস সিরিয়াতে কি কি উপায় অবলম্বন করবে, তা সুনির্দিষ্টভাবে জানাতে চায়। আর্নেস্ট বলেন, আমরা এক বিকল্প উপায় অবলম্বন করতে যাচ্ছি। সিরীয় প্রশ্নে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত রাখার পদক্ষেপ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা ওয়াশিংটনের এ সিদ্ধান্তে দুঃখ বোধ করছি। তিনি বলেন, ওয়াশিংটন আলেপ্পোর চারদিকে মানবিক পরিস্থিতির উন্নতি সাধন করেনি। এটি চুক্তির এক বড় শর্তের লঙ্ঘন। জাখারোভা বলেন, চুক্তির শর্ত পালনে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন অন্য কারও ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তারাই তো চুক্তিটি প্রণয়ন করেছিল।
×