ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য অধিদফতরের তিন পরিচালক পদে রদবদল

প্রকাশিত: ০৪:২৭, ৫ অক্টোবর ২০১৬

স্বাস্থ্য অধিদফতরের তিন পরিচালক পদে রদবদল

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য অধিদফতরের তিন পরিচালক পদে রদবদল হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনেল শাখা-২ অধিশাখার উপ-সচিব কাজী নুরুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ও লাইন ডিরেক্টর, হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট অধ্যাপক ডাঃ সামিউল ইসলামকে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা ঝোরা। পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর (কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল) ডাঃ আবুল খায়ের মোঃ শামসুদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়। পরিচালক (প্রশাসন) ডাঃ এহতেশামুল হক চৌধুরী সম্প্রতি অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি পাওয়ায় এ পদটি শূন্য হয়। ফলে এ পদে নিয়োগ পেয়েছেন অধিদফতরের এমআইএসের উপ-পরিচালক ডাঃ সমীর কান্তি সরকার। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার ওপর মাঠ পর্যায়ে যৌথ অনুশীলন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং টহরঃবফ ঝঃধঃবং অৎসু চধপরভরপ-এর যৌথ উদ্যোগে চলমান ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির উপর মাঠ পর্যায়ের অনুশীলন মঙ্গলবার ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ ও উত্তরা সেক্টর-১৮ এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুশীলনে একটি কাল্পনিক ভূমিকম্প পরিস্থিতি কল্পনা করে এর পরবর্তী কার্যক্রম যেমন সার্চ এ্যান্ড রেসকিউ, মেডিক্যাল ইভাকোয়েশন, লজিস্টিক মুভমেন্ট, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ-এর ওয়াটার বাসের মাধ্যমে ঢাকার চতুর্দিকে নৌ সার্কুলার রোড-এ লজিস্টিক মুভমেন্টসহ এ্যারোমেটিক্যাল ইভাকোয়েশন, ডেব্রিজ ম্যানেজমেন্ট, ডেডবডি ম্যানেজমেন্ট, ক্ষতিগ্রস্থদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন, ত্রাণ সহায়তা ইত্যাদির অনুশীলন করা হয়। -আইএসপিআর
×