ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৯, ৫ অক্টোবর ২০১৬

টুকরো খবর

সাভারে ৪ অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ অক্টোবর ॥ সোমবার গভীর রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ‘স্নোটেক্স’ পোশাক কারখানার এক কর্মকর্তাকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অপহরণ করার সময় ৪ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার ভৈলর চরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাশেদ কবির, সাভারের জালেশ্বর এলাকার জুমাত আলীর ছেলে কয়েদ, সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার আবু হানিফের ছেলে মামুন ও জালাল উদ্দিনের ছেলে সিরাজ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওই পোশাক কারখানার জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর) আসাদুজ্জামান অফিস ছুটি হওয়ার পর হেঁটে ‘কচ্মচ্’ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। এ সময় একটি প্রাইভেট থেকে নেমে ৪ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে উঠানোর পর তাকে বলে, ‘তুই সন্ত্রাসী’। এরপর তাকে বাড়িতে ফোন দিয়ে টাকা আনতে বলে অপহরণকারীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয় তারা। গাড়িটি নান্নার এলাকায় গেলে আসাদুজ্জামান সেখানে ‘প্রসাবের কথা বলে’ প্রাইভেটকার থেকে নেমে দৌঁড়ে লোকালয়ে চলে গিয়ে স্থানীয়দের কাছে ঘটনাটি খুলে বলে। পরে ওই প্রাইভেটকারটি ধাওয়া দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ৪ জনকে আটক করে জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে এক বৃদ্ধার বসতবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১১টার দিকে সানকিভাঙ্গা গ্রামের মৃত হযরত আলী হাওলাদারের স্ত্রী নিঃসন্তান লাল বরু বেগমের (৭০) বসতবাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়িতে তিনি দত্তক নেয়া মেয়েকে নিয়ে বসবাস করতেন। আগুনে নগদ ২৫ হাজার টাকা, ফ্রিজ, টিভিসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে লাল বরু জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। লাল বরুর অভিযোগ, তার ওই বাড়ি ও জমির মালিকানা দত্তক নেয়া কন্যা পাবে এই সন্দেহে স্বামীপক্ষের ওয়ারিশদের কেউ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তার স্বামী মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ওয়ার্ডবয় পদে চাকরি করতেন। স্বামীর পেনশনের টাকা ও ৫ কাঠা জমির বাড়িতে একটি বসতঘরই ছিল লাল বরুর সম্বল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় গৃহবধূ শারমিন আক্তার লিপি হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক কে এম শহীদ আহমদ আসামির উপস্থিতিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করেন। এ মামলায় অপর চার আসামিকে খালায় দেয়া হয়েছে। দ-প্রাপ্ত আসামি রফিকুল ইসলাম বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়ার মোহাম্মদ আলী মেকারের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন রফিকুলের বাবা মোহাম্মদ আলী মেকার, তার স্ত্রী আয়শা বেগম, দ্বিতীয় স্ত্রী শামসুন নাহার ও রফিকুলের বন্ধু কুতুবুদ্দিনের ছেলে রফিকুল। উল্লেখ্য, ২০০৭ সালের ৭ আগস্ট রফিকুল ইসলামের বাড়িতে তার স্ত্রী শারমিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। দুর্বৃত্তের বোমায় বৃদ্ধা নিহত নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ অক্টোবর ॥ সদর উপজেলার চরবলরামপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে মাহিরন বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পুত্রবধূ রেশমা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। নিহত মাহিরন বেগম চরবলরামপুর গ্রামের তাজু প্রামানিকের স্ত্রী এবং রেশমা খাতুন তার ছেলে আজিবর প্রামানিকের স্ত্রী। আহত রেশমা খাতুনের স্বামী আজিবর হোসেন জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তার মা মাহিরন এবং স্ত্রী রেশমা ফজরের নামাজ আদায় করার জন্য ঘরের বাইরে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে দু’জনই গুরুতর আহত হলে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে মাহিরন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত রেশমা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ অক্টোবর ॥ সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্ত কর্তৃক প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার রাতে উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের সুরজিত চন্দ্র বর্মনের বাড়ির মা ভবানী দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। তবে পূজা ম-প ঘরে একটি চিঠি পাওয়া গেছে। তাতে নব্য জিএমবি নামে একটি সংগঠন প্রতিমা ভাংচুরের দায় স্বীকার করেছে। মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন ভাংচুর করা প্রতিমা দেখে হতবিম্ব হয়ে পড়েন। খবর পেয়ে এএসপি রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, জেলা আহ্বায়ক শ্যামল কুমার দাস, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সুরজিত চন্দ্র বর্মন জানান, আমাদের মন্দিরের সমস্ত মূর্তি ভাংচুর করেছে। কে বা কারা করেছে তা আমরা দেখিনি। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দণ্ড স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে কোহিনুর সরদার নামে এক ওষুধ ব্যবসায়ীকে ২ মাসের কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ঝনঝনিয়া বাজারে অভিযান চালিয়ে ইউএনও রাজিব কুমার রায় এ দ-াদেশ দেন। কোহিনুর রহমান ঝনঝনিয়া বাজারের রাজ্জাক ফার্মেসির স্বত্বাধিকারী। অপরদিকে মংলা শহরের আব্দুল হাই সড়কে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন। ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা মনসা মন্দির আঙ্গিনায় নাট মন্দিরের ছাদে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, অশোকসেন গ্রামের সুনীল সমদ্দারের পুত্র নির্মাণ শ্রমিক সঞ্জয় সমদ্দার (৩৫) সোমবার দুপুরে নাট মন্দিরের ছাদে কাজ করছিলেন। কলেজ সরকারীকরণ দাবি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে আদর্শ ডিগ্রী কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা এলাকার আদর্শ ডিগ্রী (অনার্স) কলেজের সামনে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনটির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সিরাজগঞ্জে মামলা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহম্মেদ চৌধূরীর পুত্র চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহম্মেদ চৌধূরীর পুত্র, চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার নিজের ফেসবুক আইডি হতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে’। তাছাড়া ১৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করা হয়েছে। ছাত্রীর আত্মহত্যা ॥ বখাটে জেল হাজতে নিজস্ব সংবাদদাতা, আমতলী, (বরগুনা), ৪ অক্টোবর ॥ আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান ইভা উত্ত্যক্তকারীর অপবাদ সইতে না পেয়ে গত ২ সেপ্টেম্বর রাতে আত্মহত্যা করে। এ ঘটনার প্রধান অভিযুক্ত বখাটে মাসুম ফকিরকে সোমবার রাতে পুলিশ বরিশাল নতুল্লাবাধ বাসস্ট্যান্ড থেকে আটক করে। মঙ্গলবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস আগামী ৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা রাবি সংবাদদাতা ॥ এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় মারামারির জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতা সাকিবুল হাসান বাকিকে হুমকি দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানান, রবিবার রাতে এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নবাব আব্দুল লতিব হলে অভিযুক্ত সাকিব ও তার বন্ধুদের সঙ্গে ওই ছাত্রীর বন্ধুদের মারামারি হয়। ছাত্রীর বন্ধু ও নিজ কর্মী এরশাদুল হক সেখানে আছেন জেনে রাবি ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকি ঘটনাস্থলে যান। পরে সেখানে রাবি ভারপ্রাপ্ত সভাপতি, সম্পাদক ও পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। লামায় বৌদ্ধ মূর্তি ভাংচুরের অভিযোগে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৪ অক্টোবর ॥ লামা উপজেলায় বৌদ্ধ মূর্তি ভাংচুরের অভিযোগে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে লামা উপজেলা পরিষদের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত রবিবার রাত ২টা ৩০ মিনিটে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের জনৈক আজিম, জসিম, কালাম, লুৎফর, শাহ আলম ও জাকের হোসেন মজুমদারসহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন বহিরাগত রোহিঙ্গা সন্ত্রাসী বনপুর বাজার হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মূর্তি ভাংচুর করে। উক্ত বৌদ্ধ বিহারে হামলা ও মূর্তি ভাংচুরের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে বৌদ্ধ ধর্মালম্বী লোকজন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইউরিয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের গুদাম, মিল চত্বর এবং মিলের স্কুল ও বাগানের রাস্তাজুড়ে পাঁচ মাস থেকে প্রায় ৪০ হাজার মে. টন (৮ লাখ বস্তা) ইউরিয়া সার গাদা করে রাখায় এলাকাবাসী, স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের চলাচল দুস্কর হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত এসব ইউরিয়া সার থেকে নির্গত এ্যামোনিয়া গ্যাসের গন্ধে মানুষ মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে মাটির ওপর সারের বস্তায় গাদা করে রাখায় শতকরা বিশ ভাগ থেকে পঁচিশ ভাগ সার নষ্ট হতে বসেছে। একইভাবে গুদাম ও মিল চত্বরে সার রাখায় নর্থ বেঙ্গল পেপার মিলের যন্ত্রপাতিরও ক্ষতি হচ্ছে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৪ অক্টোবর ॥ দৌলতপুরে ভুল চিকিৎসায় ঝুনুয়ারা খাতুন (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ডাংমড়কা বাজারে অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক আরোগ্য নিকেতনে প্রসূতি এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের সাহাজুল ইসলামের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে সোমবার বিকেলে আরোগ্য নিকেতনে ভর্তি হয়। বিকেল ৪টার দিকে ওই ক্লিনিকের ডাক্তার সাজ্জাদ হোসেন সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানোর সময় প্রসূতির রক্তক্ষরণ হতে থাকে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ভোর রাতে ফের অপারেশন করলে প্রসূতি অপারেশন টেবিলেই মারা যায়। অবস্থা বেগতিক দেখে ডাক্তার সাজ্জাদ হোসেন তড়িঘড়ি করে প্রসূতি ঝুনুয়ারা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে নিজে ক্লিনিক থেকে গা ঢাকা দেয়। ডাক্তার সাজ্জাদ হোসেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে কর্মরত বলে জানা গেছে। এদিকে নিহত প্রসূতির পরিবার ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দৌলতপুর থানায় অভিযোগ করেছে। দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবির আহমেদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটে তক্ষকসহ আটক ৩ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মঙ্গলবার বিকেল চারটার দিকে অভিযান চালিয়ে সিলেট নগরীর তালতলার ‘হোটেল ইস্ট এ্যান্ড’ থেকে একটি বন্যপ্রাণী তক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন- জেলার গোলাপগঞ্জের গুগারপুল গ্রামের তৈয়ব আলীর ছেলে বাবুল আহমদ, মৌলভীবাজারের কুলাউড়ার হোসনাবাদ গ্রামের সোহাগের ছেলে শাহান আহমদ এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান। বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ অক্টোবর ॥ সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে মঙ্গলবার সকালে মকবুল ব্যাপারী (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী তার দোকানে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিতে গিয়ে নিহত হয়েছে। এ ঘটনায় অপর ২ জন আহত হয়েছে। নিহত মকবুল ব্যাপারী ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের বুধা ব্যাপারীর ছেলে। গ্রামবাসী জানায়, কেকৈ গ্রামের নেয়াজ মাস্টারের মোড় এলাকায় মকবুল ব্যাপারী পার্শ্ববর্তী আব্দুল জলিলের চায়ের দোকানের মোটর ঘর থেকে বিদ্যুত সংযোগ নিতে গেলে বিদ্যুতস্পৃষ্টে আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে হযরত আলী ও রাজু মিয়া নামে অপর দু’ব্যক্তিও আহত হন। তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে কুড়িগ্রামে মহাসড়ক অবরোধ করেছে এসএসসি পরীক্ষার্থীরা। এ সময় পুরো শহরে যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার গোলচত্বরে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে মানববন্ধন করে। শিক্ষার্থী মোহনা জানান, পরীক্ষার মাত্র ৩ মাস আগে মানবণ্টন আমাদের ভাল ফলের অন্তরায়। শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি আমরা পুনরায় পূর্বের পদ্ধতি ফিরে পেতে চাই। এর আগে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করে। সভাপতি সেজে মাদ্রাসার অর্থ আত্মসাত স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান কারিমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসার সভাপতি সেজে ভুয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের জিআর খাতের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ওই মাদ্রাসার সভাপতি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। মাদ্রাসার সভাপতি ভুলু মৃধা জানান, ২০১৫-১৬ অর্থবছরে চরবোরহান ইউনিয়নের চরবোরহান কারিমিয়া কিরাতুল মাদ্রাসার উন্নয়ন কাজে জিআরের ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর। স্থানীয় প্রভাবশালী সান্টু পেয়াদা একই এলাকার মনির হাওলাদার ও অহিদুল ইসলামের যোগসাজশে মাদ্রাসার সভাপতি সেজে ও ভুয়া কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট অফিস থেকে বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে আত্মসাত করেন। অভিযোগের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ^াসকে এ বিষয়ে জরুরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হিযবুত তাওহিদের চার সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ অক্টোবর ॥ জেলা শহরের নাগড়া আনন্দ বাজার মোড় এলাকা থেকে মঙ্গলবার ভোরে পুলিশ দুই নারীসহ হিযবুত তাওহিদের চার সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- শরীয়তপুরের সাচিহাটা গ্রামের আয়নাল হকের ছেলে সুজন হালদার, শেরপুর জেলার বাঘরাখসা গ্রামের হাসেম আলীর ছেলে মনিরুজ্জামান, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও শেরপুরের নৌহাট্টা গ্রামের এস এম আবদুল হাইয়ের স্ত্রী পারুল আক্তার।
×