ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রকাশিত: ০৪:০৫, ৫ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মাগুরায় মাইক্রো চালক, কুষ্টিয়ায় যুবক ও রংপুরে পথচারী নিহত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতাদের। মাগুরা ॥ সড়ক দুর্ঘটনায় মাগুরা সেবিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের মাইক্রোবাস ড্রাইভার নিহত রবিউল ইসলাম (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাতে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা পুলিশ লাইন বাঁশতলা এলাকায় বাইসাইকেলে যাওয়ার সময় একটি টেম্পো (মহেন্দ্র )তাকে চাপা দলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে মাগুরা সদর আধুনিক হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনি সকালে মারা যান । কুষ্টিয়া ॥ সড়ক দুর্ঘটনায় রনি আহমেদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার বন্ধু মাসুদ পারভেজ (২৬)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় রেনেটা ফার্মাসিউটিক্যালের পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি আহমেদ কুষ্টিয়া শহরের কালিশঙ্কপুর এলাকার বশির আহম্মেদের ছেলে। রংপুর ॥ ট্রাক চাপায় ইউনুস আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর দর্শনা শুঁটকি আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুঁটকি আড়ৎ শ্রমিকদের সরদার নিহত ইউনুস কোর্ট ঘাঘটপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর ২টার দিকে আড়ৎ থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় কেন্দ্রীয় বাস টার্মিনালগামী একটি ট্রাক ইউনুসকে চাপা দিয়ে পালিয়ে যায়। এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও আড়তের কর্মচারীরা ঘটনাস্থলের সামনে ঢাকা-রংপুর অবরোধ করে বিক্ষোভ শুরু করলে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী তিন ভাই গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে জঙ্গী সংগঠন জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী ৩ সহোদরকে আটক করেছে গোয়েন্দ পুলিশ। এরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিদের ছেলে সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং বরকতুল্লাহ (৩০)। এদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জ জঙ্গী কর্মকা- পরিচালনার অভিযোগে মামলা রয়েছে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য এই ৩ ভাই গোপনে জঙ্গী তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা বগুড়ার একটি সন্ত্রাসী মামলায় জামিনপ্রাপ্ত এবং গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গার এরান্দহ হতে জেএমবির জেলার শাখার সভাপতিসহ ৪ জেএমবি সদস্য আটকের মামলায় এরা পলাতক আসামি।
×