ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চোর শোনে না ধর্মের কাহিনী ॥ ইউপি সদস্য শ্রীঘরে

প্রকাশিত: ০৪:০৫, ৫ অক্টোবর ২০১৬

চোর শোনে না ধর্মের কাহিনী ॥ ইউপি সদস্য শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দাগী চোর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে আব্দুস সালাম (৪০)। চলতি বছরের ইউপি নির্বাচনে সে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিল। এলাকার ভোটারদের নিকট জোড়হাতে ওয়াদা করেছিল তাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করলে সে চুরি পেশা ছেড়ে দিয়ে একদম ভাল হয়ে যাবে। এলাকার ভোটাররাও কথা দিয়ে গত ৭ মে-২০১৬ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেছিল দাগী চোর আব্দুল সালামকে। এতদিন ভালই ছিল সবকিছু। কিন্তু হঠাৎ এলাকায় ও এলাকার পার্শ¦বর্তী গ্রামগুলো হতে ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যান চুরির হিড়িক পড়ে যায়। একেকটি রিক্সা ও ভ্যানের মূল্য ৫০-৬০ হাজার টাকা। কিন্তু চোর ধরা পড়ছিল না। এমনকি চোর ধরতে এলাকাবাসীকে সহযোগিতার আশ্বাস দেয় আব্দুস সালাম। কিন্তু আব্দুস সালামই যে চুরির হোতা তা বুঝতে পারেনি এলাকাবাসী। সোমবার রাত দুটোর দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামে একটি রিক্সাভ্যান চুরির সময় জনতার হাতে ধরা পড়ে সে। মঙ্গলবার সকালে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদের মাধ্যমে তাকে ডোমার থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তার ঠাঁই হয়েছে শ্রীঘরে। বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামের ব্যাটারিচালিত রিক্সাভ্যান মালিক মেঘনাথ রায় (৬০) বলেন, ‘চুরির ভয়ে আমার বাড়িতে রাখা রিক্সাভ্যানে শুয়ে রাত কাটাচ্ছিলাম আমি। মাঝরাতে আমাকেসহ রিক্সাভ্যানটি টেনে নিয়ে যেতে শুরু করে চোরেরা। এ সময় টর্চলাইট জ্বালিয়ে দেখি ইউপি মেম্বার আব্দুস সালাম। আমার চিৎকারে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে একটি হলুদ ক্ষেতে লুকানো অবস্থায় তাকে ধরে ফেলে। জোড়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী এবং তিন নম্বর ওয়ার্ডের ভোটার তুষার সিদ্দিকী বলেন, ‘এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে। ইউপি নির্বাচনের আগে ভাল হওয়ার শপথ করে ভোটারদের ভোট প্রার্থনা করলে সহজ-সরল ভোটাররা তাকেই ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হলো না।’ তাই ‘কয়লা ধুলে যেমন ময়লা যায় না’ তেমনি চোরা না শোনে ধর্মের কাহিনী’- এই প্রবাদবাক্যটি আব্দুস সালাম আবারও প্রমাণ করল। বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ‘চুরির সময় জনতার হাতে ধৃত হয়েছেন আব্দুস সালাম। মঙ্গলবার সকালে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে নিয়ে এলে আমি থানা পুলিশে সোপর্দ করি তাকে। শুনেছি এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। ভাল হওয়ার শপথে ভোটাররা তাকে ভোট দিয়ে ইউপি সসদ্য নির্বাচিত করেছিলেন। কিন্তু তার অভ্যাস গেল না।’ ডোমার থানার উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ভ্যান মালিক মেঘনাথ রায় একটি মামলা দায়ের করেছেন। ইউপি সদস্য আব্দুস সালামসহ মামলার অপর আসামি দক্ষিণ জোড়াবাড়ী গ্রামের মোঃ রাজুকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মামলাল উদ্ধার করা হযেছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
×